আত্মচিন্তন-৬

আত্মচিন্তন-৬

জীবনের প্রত্যেকটি ঘটনার পেছনে অসংখ্য ছোট বড় ঘটনা থাকে যা আমরা কোনদিনই সব জানতে পারি না । ঘটনা ঘটার আগেই বা ঘটার সময় বুঝতে পারলে জীবন এত ঘটনা বহুল হতো না নিশ্চয়ই !
তবুও, এতসব ঘটনা ঘটে বলেই হয়তো জীবন এত সুন্দর !!!
তাই নয় কি ?

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

5 thoughts on “আত্মচিন্তন-৬

  1. আপনার এই ধারাবাহিক সিরিজ আত্মচিন্তন কনসেপ্ট আমার দারুণ লাগে।
    প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলি।
    কখনও চেতন অবচেতনেও কথা বলি। কথা কিন্তু বলি। :)

    এতসব ঘটনা ঘটে বলেই জীবন এত সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ স্যার ভালো লাগার জন্য । এসব কথা হয়তো সাহিত্য নয় । তবুও নিজস্ব টুকরো অনুভূতিগুলো বন্ধুদের সাথে শেয়ার করার এই প্রয়াস । আমরা প্রত্যেকেই সচেতন ও অবচেতনে এ রকম অনেক হিসাব মেলাতে চেষ্টা করি হয়তো । কিন্তু জীবনের হিসেবে মেলানো সত্যিই অনেক কঠিন !

  2. যথার্থই বলেছেন। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো।

    1. ধন্যবাদ সাইদুর রহমান ভাই । শুভ কামনা এবং ঈদ মোবারক আপনাকে !

মন্তব্য প্রধান বন্ধ আছে।