আত্মচিন্তন-৬
জীবনের প্রত্যেকটি ঘটনার পেছনে অসংখ্য ছোট বড় ঘটনা থাকে যা আমরা কোনদিনই সব জানতে পারি না । ঘটনা ঘটার আগেই বা ঘটার সময় বুঝতে পারলে জীবন এত ঘটনা বহুল হতো না নিশ্চয়ই !
তবুও, এতসব ঘটনা ঘটে বলেই হয়তো জীবন এত সুন্দর !!!
তাই নয় কি ?
আত্মচিন্তন-৬
জীবনের প্রত্যেকটি ঘটনার পেছনে অসংখ্য ছোট বড় ঘটনা থাকে যা আমরা কোনদিনই সব জানতে পারি না । ঘটনা ঘটার আগেই বা ঘটার সময় বুঝতে পারলে জীবন এত ঘটনা বহুল হতো না নিশ্চয়ই !
তবুও, এতসব ঘটনা ঘটে বলেই হয়তো জীবন এত সুন্দর !!!
তাই নয় কি ?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আপনার এই ধারাবাহিক সিরিজ আত্মচিন্তন কনসেপ্ট আমার দারুণ লাগে।
প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলি।
কখনও চেতন অবচেতনেও কথা বলি। কথা কিন্তু বলি।
এতসব ঘটনা ঘটে বলেই জীবন এত সুন্দর।
ধন্যবাদ স্যার ভালো লাগার জন্য । এসব কথা হয়তো সাহিত্য নয় । তবুও নিজস্ব টুকরো অনুভূতিগুলো বন্ধুদের সাথে শেয়ার করার এই প্রয়াস । আমরা প্রত্যেকেই সচেতন ও অবচেতনে এ রকম অনেক হিসাব মেলাতে চেষ্টা করি হয়তো । কিন্তু জীবনের হিসেবে মেলানো সত্যিই অনেক কঠিন !
যথার্থই বলেছেন। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো।
ধন্যবাদ সাইদুর রহমান ভাই । শুভ কামনা এবং ঈদ মোবারক আপনাকে !