আমার সংসার আমার উপলব্ধি
মাঝে মাঝে সক্ষমতার অভাবে মাটি চাপা দিয়ে রাখি ইচ্ছের বিলাস
জলবতী মেঘের অবিশ্রান্ত বর্ষণে ধুয়ে যাচ্ছে সমস্ত নান্দনিক স্বপ্ন
না পাওয়ার অভিমানে লজ্জাবতীর মত মিইয়ে যাচ্ছে প্রাণের স্পন্দন।
জন্ম আমার ষোল আনাই ঠিক ছিল
দু’চোখ ভরে স্বপ্ন ছিল শিশির কণার মত
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য বুকের ভিতর নদী ছিল ।
আজ স্বপ্ন নেই, উৎসবের আমেজ চাপা পড়ে গেছে ব্যর্থতার গ্লানিতে
অবিশ্বাসী নদী পথ পাড়ি দিতে গিয়ে প্রজ্জ্বলন্ত চিতার ললাটে চুমু খেয়ে বলেছি,
‘আমি ভাল আছি’ তোমাদের মতো
সৃষ্টির আহ্বানে নয় আহত পাখির মত শূন্যতার গান গেয়ে বেড়াই পথে পথে।
আমার সংসার আমার উপলব্ধি
‘আমি ভাল আছি’ তোমাদের মতো
সৃষ্টির আহ্বানে নয় আহত পাখির মত শূন্যতার গান গেয়ে বেড়াই পথে পথে।
___ অসাধারণ এবং বড্ডো আপন এই কবিতার সংলাপ অনুভূতি। অভিনন্দন কবি।
জন্ম আমার ষোল আনাই ঠিক ছিল
দু’চোখ ভরে স্বপ্ন ছিল শিশির কণার মত
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য বুকের ভিতর নদী ছিল ।
*অসাধারন লিখেছেন কবি !