কোন পোস্টে মন্তব্য করতে পারছি না: সমাধানে সাহায্য চাই

গতকাল সন্ধ্যা থেকে আমি যে কারু পোস্টে ঢুকতে পারছি, পোস্টের বিষয়বস্তু পড়তে পারছি কিন্তু কোন প্রকার মন্তব্য দিতে পারছি না।

কোন মন্তব্য লিখে মন্তব্য প্রকাশ করুন বাটনে ক্লিক করলে নিচের বার্তা আসে।

Not Acceptable!

An appropriate representation of the requested resource could not be found on this server. This error was generated by Mod_Security.

ইন্টারেনট সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করেছি। তাদের ভাষ্য … ‘সব ঠিক আছে’। হ্যাঁ বাকি সব ঠিক আছে। যে কোন সাইট ভিজিট করতে পারছি। ডাউনলোড বা আপলোড সব কিছুই হচ্ছে। শব্দনীড় এর নতুন পোস্ট লিখার ঘর থেকে পোস্ট প্রকাশও করতে পারছি।

অথচ মন্তব্য করতে পারছি না।
সমস্যাটি সমাধানে কারু অভিজ্ঞতা থাকলে জানাবেন।

ইতিমধ্যে প্রাথমিক করণীয় যা সমাপ্ত হয়েছে :

* ব্রাউজারের কুকীজ এবং হিস্টোরি মুছে দেয়া।
* উইন্ডোজের টেম্পোরারি থেকে সব মুছে দেয়া।
* ব্রাউজার আনইনস্টল করে পুনরায় ইনস্টল দেয়া।

গুগল ক্রোম এবং ম্যাক্সথন ব্রাউজারেও একই সমস্যা বিদ্যমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

34 thoughts on “কোন পোস্টে মন্তব্য করতে পারছি না: সমাধানে সাহায্য চাই

    1. আপনি ডেভেলপার এর সাথে যোগাযোগ করুন। সম্ভবত কোন ভাইরাস আপনার একাউন্টকে আক্রমন করেছেে।

      1. ধন্যবাদ ।
        আসলে একাউন্টে কোন সমস্যা ছিলো না । সমস্যা থাকলে জনাব মুরুব্বী লগ ইন করতে পারতেন না।

  1. মুরুব্বীর মতো এরকম সমস্যায় অন্য কেউ পড়েছেন কিনা মন্তব্য করুন ।

  2. আমিও এমনটা একাধিকবার প্রত্যাখ্য করেছি।.
    ১। log out করুন।
    ২। কম্পিউটার restart করুন
    ৩। পুনরায় log in করুন
    আমি কোন মাস্টার সাব না। আন্দাজে গুলি চালাইয়া দেখেন লাগলে ভাল না লাগলে ক্ষতি নাই।

      1. এইতো মূরব্বী ভাই পারছেন। একটা যখন পেরেছে তখন আরও পারবেন। একটু চেষ্টা করুন নিশ্চয়ই পারবেন।

      2. না মালেক সাহেব।
        এটা পোস্টে থেকে পারি নি। এডমিন থেকে পারা গেছে।
        তবে নতুন হলে হবে না। মন্তব্যের সূত্র ধরে মন্তব্য করা যায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

      3. তাহলে এডমিন প্যানেল থেকেই মন্তব্য চালান। কিছু গিফট না দিলে চালাবেন না! ওকে এই নিনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আপনারা সবাই আছেন বন্ধু। আপনারাও ব্লগের কাণ্ডারী। :)
      ফকির আবদুল মালেক এর লাফানো ফুল আসলেই রঙিন সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

  3. মুরব্বী এডমিন প্যানেল থেকেও নতুন মন্তব্য করা যাবে । তবে ইমো পাবেন কিনা জানি না https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif

  4. আজ হঠাৎ মনের ভেতর তোলপাড় হচ্ছিল (মুরুব্বী বেঁচে আছেন তো!) তারপর নীড়ে এসেছি।

    1. মুরুব্বী আজ বেঁচে আছেন। গতকাল আহত ছিলো।
      ধন্যবাদ মি. মামুনুর রশিদ। ভালো লাগলো আপনার অনুভূতি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. আমি কিছুটা সমস্যায় আছি ,মাঝে মাঝে ইমো দেয়া যায়না ।আসল সমস্য টি আমি অভ্র মাউস দিয়ে টাইপ করি ,কিছুটা লিখার পর কি বোডের অক্ষর গুলি কালো হয়ে যায় টাইপ করা যায়না পুরাটাই হ্যাং হয়ে যায় রি স্টাট দিয়ে শুরু করলে আবার একটু লিখা যায় বার বার হয় ।লিখা গুলিও হারয় কারো জানা থাকলে সাহায্য করবেন

  6. আমি কিছুটা সমস্যায় আছি ,মাঝে মাঝে ইমো দেয়া যায়না ।আসল সমস্য টি আমি অভ্র মাউস দিয়ে টাইপ করি ,কিছুটা লিখার পর কি বোডের অক্ষর গুলি কালো হয়ে যায় টাইপ করা যায়না পুরাটাই হ্যাং হয়ে যায় রি স্টাট দিয়ে শুরু করলে আবার একটু লিখা যায় বার বার হয় ।লিখা গুলিও হারায় ।কারো জানা থাকলে সাহায্য করবেন।
    এখন লিখতে গিয়ে একবার হলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. আপনার অসুবিধার জন্য দুঃখিত ।
      কীবোর্ডের অক্ষর কালো হয়ে যাওয়া বা হ্যাং হয়ে যাওয়ার জন্য শব্দনীড়ের সার্ভারের সাথে কোন সম্পর্ক নেই । এটি আপনার কম্পিউটার ,মোবাইল ডিভাইস ,ব্রাউজার এবং ইন্টারনেট সংযোগের সাথে সম্পর্কিত ।
      আপনার কম্পিঊটার ,মোবাইল ডিভাইস বা ব্রাউজার সম্পর্কে বিস্তারিত জানালে আমাদের জন্য উত্তর দেওয়া সহজ হতো ।
      সম্ভব হলে যে কোন ডিভাইস বা ব্রাউজারের হালনাগাদ ভার্সান ব্যবহার করুন ।
      ধন্যবাদ ।

    1. আপনার সমস্যার সমাধান করা হয়েছে । অনুগ্রহ করে পরীক্ষা করে দেখুন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।