শ্মশান কমিটি

জলের ট্যাঙ্কের নিচে এ-পাড়ার সমস্ত খুন হয়
তার পাশে মিষ্টান্ন ভাণ্ডার, পাড়ার সব বিয়ের মিঠাই
এই দোকান থেকে
তার গায়ে পার্টি অফিস, তরকারি-হাটের তোলা
এখানে ব’সে ভাগ-বাঁটোয়ারা
তার পেছনে ওষুধ-দোকান, ছোট ও বাঁকা ডাক্তার বলছে
নতুন বৌমার চরিত্রে দোষ আছে
তার ওপরে তিনতলা বাড়ি, সে-বাড়ির ছেলে
বৌকে নাইট শো সিনেমা দেখাবে বলে
তুলে আনছে জলের ট্যাঙ্কের ঠিক নিচে।

3 thoughts on “শ্মশান কমিটি

  1. দূর্দান্ত লাগে আপনার সব কবিতা!

    শুভেচ্ছা জানাই চন্দন দা। শুভ সকাল।

  2. শোকের আবহ মনে হলেও শব্দ গঠনে লিখাটি অনন্য একটি স্বরূপ ধারণ করেছে।
    শুভ সকাল প্রিয় কবি চন্দন দা। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।