ঊর্ণী নদীর ঘূর্ণিপাকে থৈ থৈ থৈ ভোডকা
লাভ শিডিউল পাত পাড়লে প্রাক্তন হয় ছোটকা।
টান টান টান নগ্ন নদী যখন তখন ঢেউ
ইনভিটেশন পেলেই সাঁতার কাটতে রাজি কেউ।
এথার ওথার অকূল পাথার কাচকি মাছের বাস
মাছের পেটে লম্বা সুড়ং রাত গভীরের শ্বাস।
কাচকি মাছের দুপাশ জুড়ে প্রবাল দ্বীপের ওয়াল
কাচকি খেতে আসছে উড়ে জংলা রাঘব বোয়াল।
খাচ্ছে কিন্তু গিলছে না বিমূর্ত পোর্ট্রেট
আর্কিটেক্টও থমকে বলে, “ঊর্ণী ইউ আর গ্রেট”!
ছুঁলেই নদী খেই হারিয়ে ইমম্যাচিওরড রা
ঊর্ণী উছল চূর্ণী নদী র্যাম্পমপম ট্রা।
3 thoughts on “ঊর্ণী চূর্ণী ২ (গান)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
“টান টান টান নগ্ন নদী যখন তখন ঢেউ
ইনভিটেশন পেলেই সাঁতার কাটতে রাজি কেউ।”
শুভেচ্ছা জানাই কবি দা। শুভ সকাল।
গান হিসেবে পড়ার চাইতে এমনিতেই তো ভালো লাগলো সৌমিত্র।
চমৎকার গান। তবে এরুপ গানের সাথে আমি নিজে পরিচিত না বিধায় মনে হয়েছে আরো সহজ করে লিখলে বুঝি আরো দারুণ ফুটবে। ভালো থেকো।