তোমাকে পাঠাতাম ‘পয়লা বৈশাখ’
ভোরের ফার্স্ট ট্রেন, বাতাস-ক্যুরিয়ারে
অথবা রাধা-নামে খোলের মেঠোপথ
বাহক যতটা শুভকামনা নিতে পারে
‘এ শুধু গানের…’ দিকে আকাশ বেঁকে যেত
আবীর, কচি আমপাতায় ফুল বোনা
স্নানের ভিজে চুলে নতুন সুতিপাড়
একটা মিষ্টি কি গো মুখেও তুলবে না?
কাঠের ময়নারা গাড়িতে পাশাপাশি
আনখা ড্রাইভার বেভুল, হন্যে
সেদিন কারও আর মিটারে মন নেই
দু’চোখে চারতারা শপিং চালু থাক
ভেঙেই গেছে কবে শুভকামনা খেলনা
হাজার ‘সেন্ড’ মারো, ‘এরর’ দেখাবে
প্রথম বইটা আর পয়লা বৈশাখ
আউট অফ প্রিন্ট — তুমি, এ-বাবা, জানো না!
আপনার এই সহজে সরল লিখাটি আমার … ভীষণ পছন্দ হলো প্রিয় কবি।