নবীন সুর ও সংগীতে

24048

ফিরে আসে প্রাচীন অতীত।
অন্তরে রঙ্গীন প্রভাবরি ভোর,
সহস্র রজনী কেটে গেছে নির্ঘুম
কাটেনি কেবল-
তোর স্বপ্নে বিভোর থাকা হৃদয়ের ঘোর।

শঙ্খের চুম্বনে তুমুল শঙ্খ ধ্বনি,
সমুদ্র মন্থনে জেনে গেছি
তোমার সনে আগুনের গোপন প্রণয়!
জল চিনেছে অতল
পাকা অভিনয়ে দক্ষ তুমিও চিনেছ অনল।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “নবীন সুর ও সংগীতে

  1. নন্দিত প্রচ্ছদ এবং অসামান্য কবিতায় ক্ষুদ্র পাঠকের মগ্নপাঠ। শুভেচ্ছা স্যার https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।