ফিরে আসে প্রাচীন অতীত।
অন্তরে রঙ্গীন প্রভাবরি ভোর,
সহস্র রজনী কেটে গেছে নির্ঘুম
কাটেনি কেবল-
তোর স্বপ্নে বিভোর থাকা হৃদয়ের ঘোর।
শঙ্খের চুম্বনে তুমুল শঙ্খ ধ্বনি,
সমুদ্র মন্থনে জেনে গেছি
তোমার সনে আগুনের গোপন প্রণয়!
জল চিনেছে অতল
পাকা অভিনয়ে দক্ষ তুমিও চিনেছ অনল।
নন্দিত প্রচ্ছদ এবং অসামান্য কবিতায় ক্ষুদ্র পাঠকের মগ্নপাঠ। শুভেচ্ছা স্যার
চমৎকার প্রকাশ l