-ভালোবাসার সেঁতু
ভালোবাসা কি মায়া? মননে বসবাস তার!
আত্মার সমীপে অহরহ, ছিটে ফোটায় ঘুরে বড়ায়
এখানে ওখানে যখন তখন আত্মীয় বুনে;
নাকি শরীরিও আত্মিক সোদা বসবাস?
পৃথিবী প্রাণীর সৃষ্টিকমল রসে
সহসা রসালো ভালোবাসায়,কালে কালে
যুগের ইতি কথায় প্রত্যয়ি প্রাঞ্জল, কোথা হতে আসে সে?
কোথায় তার নিত্য বসবাস?
ভাবনা প্রদ্বীপ জ্বেলে জ্বেলে নিঃস্ব কাল পেরুলো
তল হতে তল নাহি পায় আপনারে
কালে কালে যুগে যুগে শুধু স্হানান্তরে
মত্ত রয়ে গেল ছড়িয়ে আলো মতো করে;
যে যত পেরেছে ধরিতে আপন মনে? আপনারে
ভালোবাসার সোনা রোদ!
সে তো যুগে যুগে সেঁতু ধরে চলাচলে
আনমনে ছড়িয়েছে বিভাস; সুখ দুঃখ বিরহে,,
"সে তো যুগে যুগে সেঁতু ধরে চলাচলে
আনমনে ছড়িয়েছে বিভাস; সুখ দুঃখ বিরহে …" চমৎকার লিখা প্রিয় কবি বন্ধু মান্নান।
আমার ভালোবাসা যেন বন্ধু,,,,,,,
ভীষণ ভালো লাগলো কবি
কবিকে আমার বর্ষা শুভেচ্ছা,,,,,,,
ভালোবাসার সোনা রোদ!
সে তো যুগে যুগে সেঁতু ধরে চলাচলে
আনমনে ছড়িয়েছে বিভাস;
মুগ্ধকর কবি দা———
কবি খুব ভালো থাকো,,,,,এই বষায়।
মায়া কানন আছে বলেই তো ভালবাসা যুগে যুগে অমর হয়ে টিকে থাকে।
আমার ভালোবাসা জানবেন কবি