চাওয়া যদি জল টলমল

-চাওয়া যদি জল টলমল

চাওয়ার অন্তঃপুরে কার বসবাস?
মন শরীর মনন নাকি?
কালের ওপাড়ে চেতনার ক্ষেপ
সুবোধ দিশার প্রহর গুনে; শরীর যদি নাই বা থাকে
কোথায় তবে রয় পরে সে?

ঘুড়ি যদি চাওয়ার রঙে রাঙা
নাটাই বিনে কেমনে উড়ে পতপতিয়ে?
চাওয়ার সাথে কে বা রয়?
বন্ধু বুনে জনম ভরে;
জীবন সুধায় রাঙা রসে যৌবন বেলা
উড়াল স্বপ্নে স্বপ্ন সে তো!
বিলিয়ে বেড়ায় ধাঁধা বুনে মরিচীকা।
চাওয়া যদি জল টলমল
তৃঞ্চা কেন জীবে? মন শরীরে একই চাওয়া
জল ফুরালে সব মিছে।

বাসনা বায়ু রয় কিসে?
সে কি চাওয়ার অন্ত:পুরে?

১৪২৫/ আষাঢ়/ বর্ষাকাল।

6 thoughts on “চাওয়া যদি জল টলমল

  1. শুভেচ্ছা শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. "চাওয়া যদি জল টলমল
    তৃঞ্চা কেন জীবে? মন শরীরে একই চাওয়া
    জল ফুরালে সব মিছে।"

    বাহ! চমৎকার! শুভেচ্ছা প্রিয় কবি চারু মান্নানকেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. কবি ইলহামকে আমার ভালোবাসা।

      জীবন বাঁচুক সুখরসে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।