তমগ্ন যাপতিকাল

—তমগ্ন যাপতিকাল

সে দিন ছিল, ফিরে দেখার মতো
জোনাক জ্বলে ঝাঁকে ঝাঁকে
সন্ধ্যাবতী ঢাকে রাতের বেদন
বিভ্রম চাদরে; জোছনা ডুবে যায়!
কুহক যাতনায় রাতে আঁধার জেগে উঠে
ঘুমের সলতে স্বপ্ন পোড়ায়
নক্ষত্র যাপনে আকাশ ঝুলে রয়;

ঠিক তেমনি শরৎ ত্রিভুজে জোছনা বিলাসী রাত
সন্ধ্যাবতীর পাড়া জুড়ে
নেই কোন কোলাহল; তাবর বিদ্রূপে জুড়ায়
নির্মোহ আক্ষেপ! বাসনা সব তুলা হয়ে উড়ে
শরতের মেঘের কার্নিশে

সময় মাপনে বেশ ফারাক;
শরতের লম্বা সুতা টেনে ধরে ঐ দিগন্ত
তমগ্ন যাপতিকাল! সেই তো সেদিন বুনে রয়
আজও আত্মজা সন্ধ্যাবতী।

১৪২৫/ শরতকাল/ ভাদ্র মাস।

8 thoughts on “তমগ্ন যাপতিকাল

  1. তাবৎ বিদ্রূপে জুড়ায় নির্মোহ আক্ষেপ!
    বাসনা সব তুলা হয়ে উড়ে শরতের মেঘের কার্নিশে। ___ দারুণ প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।