ভূতের নাম শুনলেই কেমন কেমন লাগে।
বিশেষ করে রাতের বেলা হঠাত বিদ্যুৎ না থাকলে অন্ধকারে বা মোমের লালচে আলোয় বসে ভূতের গল্প শুরু হলেতো কথাই নেই। ভূত বলে কিছু নেই এ কথা সত্য, কিন্তু ভূতের ভয় আছে ষোল আনাই।
তবে এখানে ভয়ের কিছু নেই। আজকের বিষয় ভূত নয়, বরং ভূত ফুল।
কিছু বিশেষ ধরনের ফুলকে ইংরেজিতে Ghost Flower বা বাংলায় ভূত ফুল বলা হয়। যদিও ভূতের সাথে এই সমস্ত ফুলের কোন সম্পর্ক নেই। বরং এই সমস্ত ফুলের বেশ কিছু ভেজষ গুণাগুণ রয়েছে। নিচে সেই সমস্ত ভূত ফুলের ছবি রইলো।
১।
Common name : Rosy Ghost Orchid, Rose Epipogium
Botanical name : Epipogium roseum
Family : Orchidaceae (Orchid family)
Synonyms : Epipogium indicum, Limodorum roseum
২।
Common name : Holy Ghost Orchid, Dove Orchid
Botanical name : Peristeria elata
Family : Orchidaceae (Orchid family)
৩।
Common name : Magenta Ghost Flower
Botanical name : Christisonia tubulosa
Family : Orobanchaceae (Broomrape family)
৪।
Common name : Forest Ghost Flower
Botanical name : Aeginetia indica
Family : Orobanchaceae (Broomrape family)
৫।
Common name : Yellow Ghost Orchid, Mountain Pauper Orchid, , Yellow Claw Orchid, Pauper orchid
Botanical name : Aphyllorchis montana
Family : Orchidaceae (Orchid family)
Synonyms : Aphyllorchis prainii, Aphyllorchis odoardii, Aphyllorchis unguiculata
৬।
Common name: Yellow Ghost Flower
Botanical name : Aeginetia pedunculata
Family : Orobanchaceae (Broomrape family)
Synonyms : Aeginetia acaulis, Aeginetia saccharicola
৭।
Common name : Indian Pipe, Ghost Flower, Ghost Flower
Botanical name : Monotropa uniflora
Family : Ericaceae (Blueberry family)
বি.দ্র. প্রতিটি ছবি নেট থেকে সংগ্রহীত
ঈশ্বরের অপার লীলা। ভয়ংকর সব ফুল দস্যু ভাই।
শুধু নামেই এরা ভয়ংকর, আদতে নয়।
এরা নিরীহ। কিন্তু ভয় দেখায়।
ভূতের কাজ তো এটাই, নিজে নাই, কিন্তু ভয়টা রেখে গেছে।
বাহ সুন্দর ভুতফুল, ক্যাকটাসফুল,,,,,,,,,,,
ধন্যবাদ মন্তব্যের জন্য।
এই নামে কোন ফুল আছে জানা ছিলনা। জনাব দস্যু সাহেবের কৃপায় জানলাম এবং দেখলাম। আমার মনে হয় অধিকাংশই অর্কিড শ্রেণীর। ধন্যবাদ ভাই।
অনেক অনেক বছর আগে ভূত নিয়ে একটি লেখা কপি করে শেয়ার করেছিলাম প্রজন্ম ফোরামে। যদিও সেটি উল্লেখ ছিল। তবুও কিছুটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। সেটা মিটানোর জন্যই তাদের সকলকে এই ভূত ফুলের শুভেচ্ছা দিয়েছিলাম।
১ম, ২য় ও ৫ম ফুলটি অর্কিড পরিবারের। প্রতিটি ফুলের সাথেই তাদের পরিবারের পরিচয় দেয়া আছে।
ভুতের মতো দেখতে ফুল। তবে ভুত ফুল নয়। হাহাহা মরুভূমি ভাই। আপনি রসিক মানুষ।
ভূত ফুলের আরো কিছু চমৎকার ছবি আছে। অন্য সময় দেখাবো নিশ্চয়।
বাস্তবে কিন্তু আমি মোটেও রসিক লোক নই, কিছুটা গোমরা মুখো, বাচাল (পছন্দের বিষয়ে) লোক।
ভূত বলে কিছু নেই এ কথা সত্য, কিন্তু ভূতের ভয় আছে ষোল আনাই। বিশ্বাস করে নিরাপদে পড়লাম ছবি দা।
আমি কখনো বিশ্বাস ভঙ্গ করি না, মিথ্যা আশ্বাসও দেই না।
ভূত ফুল পছন্দ হয়নি নিশ্চই?
দারুণ হয়েছে ছবি দা।