কাঁটা ঘুরছে টিক টিক টিক টিক
সময় এগোচ্ছে, সময় ফুরোচ্ছে,
আনমনা নিদ্রাহীন রাতে টিকটিকিও জানিয়ে দিচ্ছে
সময় ফুরোচ্ছে ঠিক ঠিক ঠিক ঠিক;
ঘড়ির ছোট ছোট কালো হাতগুলো এগোয় ধীরে ধীরে
আমিও হারিয়ে যাচ্ছি সময়ের ভীরে;
ঘড়ির কাঁটাগুলো ক্রমাগত ঘুরতে থাকবে টিক টিক টিক টিক
অনন্তকাল ধরে
থেমে যাব আমি তুমি তুই আর সে, আমরা সবাই
একটা সময়ের পরে;
আজ, কাল বা পরশু
যে কোন একদিন, ঠিক ঠিক ঠিক ঠিক;
ভাগ্যিস জীবনের বালু-ঘড়ি আমাদের দৃষ্টিসীমার বাইরে;
শেষ যাত্রার সময় আগে থেকেই জানা থাকলে
শুধু শুধুই মন খারাপ হতো আমাদের;
সদা প্রস্তুত থাকে বিজ্ঞজন
কাঁদে আপনজন,
আর বাকিরা হাসি খেলায় অভাজন।
সত্যই সুর ছন্দ চমৎকার গীতি কবিতা কবি দা
ভালো থাকুন এবং ভালো রাখুন প্রিয় কবি যাযাবর জীবন। শুভেচ্ছা।
সত্যি সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।
শুভকামনা থাকলো কবি।