দেহের দূরভাষ

সবশেষে গৃহীত থেকে যায় দেহের দূরভাষ
দূরত্ব পরখ করে পাখি দেখে– এই বিকেলের গায়ে
লেপ্টে আছে আমাদের দেহধর্ম, আর উষ্ণতার
আলো জমা হতে হতে যে অতীত হয়েছে বিগত,
সেও কাছে এসে দেখায় সম্মোহন, বলে —
হে জীবন চলিষ্ণু হও, পুনরায় আঁকো চুম্বনের গতিরেখা।

এঁকে রাখো এমন কোনও গ্রহের নাম
যেখানে মৃত্যু নেই,মড়ক নেই
যেখানে প্রাণ বাঁচে বিশ্বাসে, আর ভালোবাসায়-
যেখানে দেহ দেখে আকুল নদী বলে
আমার যৌবন দেখো ঢেউ,
দেখো আমার উত্তাল কামঘোর-
কীভাবে যুগে যুগে বিলীন হয়ে যায়।

1 thought on “দেহের দূরভাষ

  1. এঁকে রাখো এমন কোনও গ্রহের নাম
    যেখানে মৃত্যু নেই,মড়ক নেই
    যেখানে প্রাণ বাঁচে বিশ্বাসে, আর ভালোবাসায়- https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।