বুকের বামে ব্যথার পাহাড়

3362

বুকের বামে নীল সমুদ্দুর
জমা ব্যথার পাহাড়,
সময় করছে নিত্য বুকের
আমার সুখ অভ্যাহার।

দোষ কী তবে আমারই সব
কান্নাগুলো আমার
কষ্ট এসে ঘটায় বুকে
কান্ড তাই ধুন্ধুমার।

আমি কেন সয়ে যাচ্ছি
একার কী আমার ভুল
ব্যথাগুলো আর হলো না
ভালোবাসার ফুল।

আমার বুকে কেন তবে
দীর্ঘশ্বাসের লহর
কোন্ কারণে বিষণ্ণতায়
কাটে আমার প্রহর।

আপন মানুষ কেউ নেই আমার
সইছি ব্যথা একা
কেন তবে ললাটজুড়ে
আঁকা শনির রেখা।

কোন্ সে ভুলে জীবন আমার
কষ্ট ব্যথায় ভরা
কেন লেগে থাকে বুকে
বারোমাসি খরা।

কান্না কেন আমার একার
আমি কেন দুঃখী
ধৈর্য চেয়ে প্রার্থনার রই
চেয়ে উর্ধ্বমুখী।

1 thought on “বুকের বামে ব্যথার পাহাড়

  1. কোন্ সে ভুলে জীবন আমার
    কষ্ট ব্যথায় ভরা
    কেন লেগে থাকে বুকে
    বারোমাসি খরা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।