মৃণ্ময়ী প্রতিমা

হঠাৎ চুপসে গেলো এতো দিনের প্রতীক্ষিত ধূলিকণা
বৃষ্টির মিষ্টি সুরে ফুরে গেলো অনন্ত অহর্নিশের তৃষ্ণা
বৃক্ষের ডালে ফিরে এলো প্রাণান্ত প্রয়াস
হিজলের কোলে এক চিলিতে হেসে উঠে মেঘে ঢাকা রোদ্দুর…
পুকুরের তলানিতে ঠেকে যাওয়া জল
বিবর্ণ হতে হতে শুকিয়ে যাচ্ছিলো সকল জলজ উদ্ভিদ,
কবির মন পুড়ে যাচ্ছিলো দুর্দম অনলে
কাল বৈশাখীর চোবালে ভেঙ্গে যাচ্ছিলো মৃণ্ময়ী প্রতিমা;
নিষ্প্রাণ সকালে শিশির সিক্ত বকুলের ঝরা পথ বেয়ে
জড়ো হচ্ছিলো কবির সপ্তপদী অভিমান!
তুমি এলে সুবাসিত বাতাসের শীতল মিষ্টি ঘ্রাণে
হিজলের বনে
কবির মনে
মরুময় প্রান্তরে প্রথমা বৃষ্টির রিমঝিম আয়োজনে।
ছুঁয়ে গেলে চোখের পাতা
ছুঁয়ে গেলে বিনিদ্র যন্ত্রণার গোপন কথা;
বুকের নরম কাদায় জুড়িয়ে দিলে পরম বারতা!
জগতের সমস্ত আবর্জনা ভেদ করে উঠে এলে পবিত্র সত্ত্বা
হে বৃষ্টি-
হে নির্জর ছন্দ মাদল
তোমার হাত ধরে বিতাড়িত হোক সহস্র অহর্নিশের চাপা কান্না
কবির অন্তরে, নীল তেপান্তরে, উদাস পুকুরে ভরে উঠুক নির্মল হাসি
ভরে উঠুক ছল ছল চঞ্চল, কিশোরী হৈ চৈ

দা উ দু ল ই স লা ম
২৮/৪/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “মৃণ্ময়ী প্রতিমা

  1. চমৎকার মান এবং অসাধারণ ণর্ণ শব্দে পুরো লিখাটি আবর্তিত হয়েছে।
    সংখ্যাহীন ভালোলাগা এবং মুগ্ধতা প্রিয় কবি প্রিয় স্যার। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।