পৃথিবীর বুকে বেঁচে থাকলে হলে ছোট হোক অথবা বড় হোক বিভিন্ন সময় বিভিন্ন প্রকার কাজ করে থাকি। চাই সেটি অফিস হোক অথবা আদালত অথবা নিজের ব্যক্তি জীবনের নানান রকম কাজ। কিন্তু মাঝে মধ্যেই আমাদেরকে অলসতা জড়িতে ধরে। ভুলে যাচ্ছি কাজের প্রতি ভালবাসা। ভুলে যাচ্ছি নিজের জীবন প্রতিষ্ঠার সঠিক লক্ষ্য।
কিন্তু, তা হবে কেন?
প্রত্যেকটি কাজকে যদি আমরা ছোট মনে না করে ভালবাসা দিয়ে আলিঙ্গন করতে পারি। তবেই তো আমরা কামিয়াবি।
………………..
হাফেজ মাসউদ
প্রত্যেকটি কাজকে যদি আমরা ছোট মনে না করে ভালবাসা দিয়ে আলিঙ্গন করতে পারি। তবেই তো আমরা কামিয়াবি।
//ঠিকই বলেছেন ভাই !
আপনার মতামতের সাথে একমত হাফেজ সাহেব। সালাম নিন।
ওয়ালাইকুমুচ্ছালাম।
আপনার সাথে সহমত পোষণ করি।
আপনার লেখক পরিসংখ্যানে দেখলাম আপনার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।
কিন্তু আপনি অন্যের পোস্টে মন্তব্য করেছেন মাত্র একটি। আপনি নতুন এসেও বেশ সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছেন তা অনেকের ভাল লাগছে। আপনার দরকার আছে অন্যেরা কেমন লিখছে সে মতামত দেয়ার। আপনি যখন অন্যের পোস্টে যাবেন মতামত দিবেন, তখন পারস্পরিক ব্লগীয় বন্ধন দৃড় হবে।
ব্লগিং সর্বদাই বহুপাক্ষিক। একা একা কখনো ব্লগিং এ সফলতা আনেনা।
অনেক শুভেচ্ছা ও সালাম রইল।
ওয়ালাইকুমুচ্ছালাম।