আত্মঘাতী উৎসব

জলের অর্গলে ধূর্ত রব
পোয়াতি ফসলের শীষ-
তবে উপড়ে দাও শেকড় সুদ্ধ- আত্মঘাতী উৎসব
যতটা সম্ভব আমাকেও দাও প্রবেশাধিকার- বিশুদ্ধ শরাব
ঝাঁঝালো স্রোত, অর্ণব ক্রান্ত হল রেখায় পতঙ্গ চিৎকার
আর- শঙ্খের বিলাপ শুনে শুনে ভুলে যাবো মরমী বিষ!
পাপে সন্তাপে বেদনায় ও ভারে
কত বসন্ত ঝরেছে নির্জর- রুক্ষ পাতার মর্মরে
তেমনি করে উদাত্ত স্বরে ফলবতী বৃক্ষ-
কথাছিলো রসে বরষে রবে মধু-পতি, সন্তান সন্ততি
শুদ্ধ সামর্থ্যে শৌর্যে ও শৃঙ্গারে
দ্যাখো ছাই চাপা বুকের কপাট খুলে-
ফুলের নাম করে চেয়ে গেছে হেমলক, সংক্রমতি বিষ
এভাবে আরো কিছু ঘা, অসংগতি, রক্তঘাতি শাপ
মরণের আহ্বানে গলিত পাথর- হিমবাহের স্রোত
বইছে অশ্রু-নদী শতদ্রু…
তাপসীরে…অলীক সাধনের রাত পোহালে
আসিস শুদ্ধ স্নানে! নইলে
রক্ত গমনে আত্মা’রা সাক্ষী হয়ে ফুটবে সংরক্ষিত বাগানে…

দাউদুল ইসলাম
২৫/৯/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “আত্মঘাতী উৎসব

  1. 'ফুলের নাম করে ছেয়ে গেছে হেমলক, সংক্রমিত বিষ
    এভাবে আরো কিছু ঘা, অসংগতি, রক্তঘাতি শাপ
    মরণের আহ্বানে গলিত পাথর- হিমবাহের স্রোত
    বইছে অশ্রু-নদী শতদ্রু…'

    অসাধারণ এবং অসাধারণ। ( মুদ্রণ ত্রুটি থাকতে পারে ) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।