ক্ষুধা না লজ্জা

25103_n

বিকেলের বিষণ্ণ চোখ থেকে ঝরে পড়ে লাল অশ্রু
মাটি শ্রমিকের কোদালে এঁটে থাকা মাটি, চিটচিটে বগলে
ছেঁড়া ব্লাউজে প্রতীয়মান সংগ্রামী ইতিহাস!
যুদ্ধ কোন খেলা নয়, স্নান ঘাটে ভেসে যাওয়া বুকের পঙ্ক জল
অথবা গুমরে উঠা অন্ত্রের ক্ষুধা… হাহাকার
ক্ষুধা বোঝেনা কবিতা
ক্ষুধা বোঝে গ্রাস, ভোগ…… ক্ষুধা বোঝে সঙ্গম
যুবতীর রক্তিম ওষ্ঠে গোধূলির হাসি
আকাশের বুক চিড়ে উঁকি দেয় মেঘের স্তন!
কোথাও কেউ বুঝতে চায়না ক্ষুধা না লজ্জায়
কিসের ভারে নুয়ে যায় -নদী সংলগ্ন কাশ বন!!

© কাব্যগ্রন্থ “অচিন বুদবুদ” থেকে।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “ক্ষুধা না লজ্জা

  1. 'ক্ষুধা বোঝেনা কবিতা
    ক্ষুধা বোঝে গ্রাস, ভোগ……' ____ বাস্তবতার পরিহাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।