চতুষ্পদী

১।
আমাকে যে হাসতে শিখিয়ে ছিল- তিনি নিজের হাসি ভুলে, হয়েছিলেন নির্বিকার
আমি দ্বিতীয় বার চোখ তুলে তাকাতে পারিনি-
কেবল জেনে ছিলাম- হাসির অধিকার হারিয়ে গেলে সখ্য গড়ে দুরারোগ্য বিমার!…

২।
দৃঢ় প্রেম বলতে কিছুই নেই। সময়ের সদ ব্যবহার, আর মোক্ষম কিছু রূপকল্প চিত্রায়ন হলেই
ভালবাসা ভর করে আমাদের সংসারে…

৩।
হাসির জন্য এখনো কারো ফাঁসি হবার কথা জানা যায় নি। অথচ প্রতিটি হাসি কাউকে না কাউকে
খুন করছে!…

৪।
খোয়াবনামা ভুল হলে শয়তানের গাড়ে বোঝা বাড়ে। ভাঙ্গা মন দুর্গম রাতের পাঁজরে শয্যা পাতে।
অন্তরে তীব্র ক্ষোভ! না ঘুম। না স্বপন!
থইথই অন্ধকারে নগ্নতার নির্মম উত্থান –পতন। অর্থহীন উচ্চারণ। দুর্মর যৌথ স্বর…
গুপ্ত বরিষণ সলিল প্রপাতে… স্রোতে ভেসে যাওয়ার নাম করে আমরা আসলে-
অনুসরণ করি শয়তানের পদাঙ্ক!

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “চতুষ্পদী

  1. অসাধারন এবং স্বতন্ত্র ঘরানার উপহার। ফ্যান্টাস্টিক জব স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. "ঠিক বলেছেন?"
      ভেবে পাচ্ছিনা এই প্রশ্নের কি উত্তর দেবো।

      অ ঠিক বোধের শব্দ তো কবিতায় আসে না …প্রিয়

      ভাল থাকবেন। ধন্যবাদ

মন্তব্য প্রধান বন্ধ আছে।