আমি তো
অতটা বিদ্বান নই
নেই গোলামীর যোগ্য সনদ!
অথবা, উপভোগ্য কোন জোকার নই
সার্কাসের বামুন নই-
আমি কালের উচ্চারণ!
এক মহা যুদ্ধ শেষে
মাঘের শীত জড়ানো গোধূলি রঙ মেখে জন্মেছিলাম, সেদ্ধ ধানের গন্ধে, ক্ষণ জয়ে…
মোহন সান্দ্রে মামুলি উল্কা পতনে, অমোঘ উচ্চারণে…
কিন্তু- আমি ধ্বনি নই
ধ্বনি- প্রতিধ্বনির পরিধি…
যেমন,
নদী
বাঁধন হারা! জোয়ার ভাটির বাহন, তরঙ্গে উত্থিত ধ্বনি
ধ্বনি –ভাঙ্গনে, গমনে,পতনে…
মোদ্দা কথা আমি নুয়ে পড়ার নই
নই ঝুঁকে, ঝুলে চলার দাস!
আমি উদ্ভাস
গৃহ মুক্ত । গৃহিণী মুক্ত। বন্ধনী মুক্ত। সরল রেখা।
আমি জীবনের নই। জীবন আমার।
মনের নই। মন আমার।
এই নগর, গ্রাম, প্রান্তর… বুনো ঘ্রাণের আমি নই;
আমারই নগর…আমারই গ্রাম… প্রান্তর… ঘ্রাণ!
দা উ দু ল ই স লা ম
'আমি উদ্ভাস
গৃহ মুক্ত । গৃহিণী মুক্ত। বন্ধনী মুক্ত। সরল রেখা।
আমি জীবনের নই। জীবন আমার।
মনের নই। মন আমার।
এই নগর, গ্রাম, প্রান্তর… বুনো ঘ্রাণের আমি নই;
আমারই নগর…আমারই গ্রাম… প্রান্তর… ঘ্রাণ!'
____ চমৎকার ভাবে অসাধারণ এক অনুভূতি উঠে এসেছে স্যার। গ্রেট।