চলো লজ্জাবতী হও


তোমায় যখন বলি শুভসকাল
ঝলমলে হয়ে যায় দিন আমার
তুমিময় সারাবেলা!
তুমি কবিতার সেই স্তবকের মত
ছন্দবিহীন হয়ে ও ছান্দসিক
হেলাফেলায় মায়ার খেলা।

তোমায় না ভাবলে
নি:শ্বাসগুলো নেতিয়ে পড়া পুঁই লতা
লজ্জাবতীদের নেতিয়ে পড়তে দেখেছ কখনো?
আপাদমস্তক লজ্জার ঘোমটায় ঢাকা
এক নির্লজ্জ ঢঙয়ের লাজুক প্রতিচ্ছবি যেন!
তোমায় ছুঁয়ে দিলে ও কি এমনি নুয়ে পড়বে?
পারবে কি অনুভব করাতে আমায়
পুঁই লজ্জাবতীদের লজ্জায় নুয়ে পড়াটা!

মাঝে মাঝে ভাবি নিজে লজ্জাবান হই
এক আকাশ লজ্জায় লজ্জায় হৃদয়গুলোকে নাজুক করে তুলি!
কখনো মনে হয় তুমি লজ্জাবতী হও-
আমি বাতাস হয়ে তোমায় ইচ্ছেমত ছুঁয়ে যাই
লজ্জারা মিছিল করে এসে ভীড় করুক তোমাতে
সাত রঙে রঙিন হও।

চিন্তাভাবনাকে দাও ছুটি
চলো লজ্জাবতী হও!
তোমাতে বয়ে যাওয়া আমি এক মাতাল সমীর
দিকভ্রান্ত এক নাবিক
যে হারিয়েছে দিশা পথের শেষে।

বলো কি হতে চাও!
যাও লজ্জাবতী হও..

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

5 thoughts on “চলো লজ্জাবতী হও

  1. "কখনো মনে হয় তুমি লজ্জাবতী হও-

    আমি বাতাস হয়ে তোমায় ইচ্ছেমত ছুঁয়ে যাই

    লজ্জারা মিছিল করে এসে ভীড় করুক তোমাতে

    সাত রঙে রঙিন হও।"

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. গল্প অণুগল্পের বাইরেও আপনার ভিন্ন স্বত্তার পরিচায়ক হচ্ছে কবিতার এই চর্চা। যখন যেভাবেই সাহিত্যের মূলধারায় আপনার হাত পড়ে … আমার দৃষ্টিতে সার্থক হয়।

    অভিনন্দন মি. মামুন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ ভাইয়া।

      আপনার অণুপ্রেরণা লেখায় অনেক উৎসাহ দিয়ে যায়।

       

      শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।