স্মরণ জাতির পিতা কে // দাউদুল ইসলাম
স্মরণ করো সেই ধ্বনি,
চিৎকার- বুকে ছিলো রক্তের জোয়ার
স্মরণ করো সেই তর্জনী,
হুংকার-
কণ্ঠে ছিলো তীক্ষ্ণ ধার
স্মরণ করো সেই তৃষ্ণা, আধার –
স্বপ্ন ছিলো স্বাধীন বাংলার
আরো করো স্মরণ, আরো শ্রদ্ধা
যার কাছে আমাদের অসীম দায়, ভার;
আমাদের চির-ঋণ
পৃথিবীর কাছে যার বেহিসাব পাওনা
রেখে
জাতি কে করে গেছে স্বাধীন।
বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র থেমে থাকেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা একের পর এক চক্রান্তের ফাঁদ পেতেছে।যা এখনও চলমান।সাম্প্রতিক অতীতেও জাতি তা প্রত্যক্ষ করেছে।
শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি বাংলাদেশী জাতির জনক বঙ্গবন্ধুকে।
যার কাছে আমাদের অসীম দায়, ভার;
আমাদের চির-ঋণ
পৃথিবীর কাছে যার বেহিসাব পাওনা
রেখে
জাতি কে করে গেছে স্বাধীন।