দহন

চিতার অনলে দগ্ধ হইনি কভু
কী করে রচিব চিতার দহন জ্বালা!
নির্লিপ্ত হয়েছি তোমার অন্তর্ধান সমাচারে
বিনিদ্র রজনী কেটেছে ডুব সাতারে
এক ফোটা মেলেনি জল অবগাহন তরে।

মীন সন্তানেরা তোমার মায়া জালে ওষ্ঠাগত করেছে তাদের প্রাণ
নির্ঝরের স্বপ্ন ভেঙেছে; ভাষা চিত্র করেনি আমায় মহিয়ান।
রাতের আঁধারে উজ্জ্বল নক্ষত্রের কাছে হাত বাড়িয়েছি আলিঙ্গনে
ভাষা খুঁজে পাইনে অভিসারের। বুকের ভেতর ভাষা আছে
তবু আসেনি প্রসব জ্বালা কবিতা হয়ে ।

অরণ্যের কাছে হাত পেতেছে সবুজ করে দিতে অঙ্গ আমার
উত্তর পেয়েছি আমি ভিক্ষারদানে জীবন হবেনা কভু ধন্য তোমার।
সাগর পানে ছুটেছি ভাষার ঝুলি ভরাতে , দিয়েছেও বেশ
জল গড়িয়েছে ভাষার দহনে একটুও লাগেনি তার রেশ ।

পাহাড়ের কাছে আত্মাকে সঁপেছি– একটু স্থিরতা পেতে
ধ্যানেও বসেছি ভাষার দেবীকে খুঁজে নিতে
আজও পাইনি তার সন্ধান, জীবনের সাধ কাব্যদেবীর আলিঙ্গনে।

6 thoughts on “দহন

  1. যে ভাবে আপনার লিখা গুলোন এগুচ্ছে তাতে করে এই ফরমেটই প্রকাশককে দিলে অনায়াশে ছাপাতে পারবেন। তার আগে যতি চিহ্ন সমূহ প্রুফ রিডারকে দিয়ে ফাইনাল করিয়ে নিতে হবে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. *ধন্যবাদ সুপ্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।