স্মরণে- নিঃস্ব আমি

স্মরণে- নিঃস্ব আমি

পাতা ঝরার শব্দ নিয়ে যে কবিতা লিখার কথা ছিলো-
হৃদয়ের রক্তপাতে শব্দে সেটি ঢেকে গেছে,
আত্মার স্পন্দনে যে সুর বুনার কথা
বিরহের ক্রন্দনে সে সুর হারিয়ে গেছে; সোনালু
লতায় যে মকুট বুনার কথা-
জ্বলে গেছে সেই অরণ্য! আছে শুধু নিষ্প্রাণ ইচ্ছেটা

উজানের স্রোতে আজ সেই ইচ্ছা টুকু দিলাম ভেসে
এবার মুক্ত হও তুমিও
ভালোবাসার অলিখিত চুক্তিনামা, কিংবা
জীবনের অনাদায়ী স্বপ্নের নীল দীর্ঘশ্বাস!
কিছুই তোমাকে পিছু ডাকবেনা-

সামনে এগিয়ে চলা প্রতিটি কদম
তোমাকে স্মরণ করিয়ে দেবে আমার নিঃস্ব জীবন।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “স্মরণে- নিঃস্ব আমি

  1. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি স্যার মি. দাউদুল ইসলাম। শুভকামনা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বিশেষ শুভকামনা কবি দাউদ ভাই। 

  3. ভাল থাকুন প্রিয় কবি দা। শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. সিরিয়াস টাইপের কবিতা।

  5. কবি মন সকাসে কাঁদে কেনো কবি। ভালোবাসায় ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।