চলো.. দুজনে দু’টো পায়রা কিনব,
দু’টো পায়রায় পাল্লা দেব।
একটিকে খাওয়াবো আমার আবেগ
আরেকটিকে তোমার অবজ্ঞা।
তোমার অবজ্ঞাভরা পায়রা ডানা মেলতেই
আমার আবেগভরা পায়রা’টা;
আগ্রায় দু’টো চক্কর দিয়ে
যেয়ে তোমায় ছুঁয়েও নেবে..তুমি দেখে নিও!
সেদিন তোমার পাশে আমায় দু’ক্ষণ ঠাঁই দিও।
চলো.. একদিন দু’টো নদী কিনব,
দু’জন পাড়ে দাঁড়িয়ে রব।
একটিতে ভাসাবো আমার ভালোবাসা
আর একটিতে তোমার অনীহা।
আমার ভালোবাসার নদী উছলে যাবে;
তোমার অনীহার নদী বইতে গিয়েই
শুকিয়ে যাবে..তুমি দেখে নিও!
সেদিন তোমার পাশে আমায় দু’ক্ষণ ঠাঁই দিও।
সেই শুকনো নদীর বুকেই নাহয়
আমায় দু’ক্ষণ ঠাঁই দিও..
দারুণ রোম্যান্টিক কবিতা। ভালো উপহার কবি মোঃ বোরহান উল ইসলাম।
ধন্যবাদ সুমন আহমেদ ভাই। ভাল থাকবেন।
ফ্যান্টাসটিক শব্দ কল্পনা। বাক্যের অবিরাম অবারিত আকুলতা।
ধন্যবাদ মুরুব্বী ভাই।শুভকামনা রইল।
বেশ লিখেছেন কবি দা।
ধন্যবাদ রিয়া দিদি।ভাল থাকবেন।
সুন্দর প্রকাশ।
অনেক ধন্যবাদ শাকিলা আপু। ভাল থাকবেন।
জয় হোক ভালোবাসার। ভালোবাসা ভালোবাসা কবি ভাই।
অনেক ধন্যবাদ সৌমিত্র দা।জয় হোক ভালোবাসার।শুভকামনা রইল।
নীড়ের কবিতার গুণগত মান এখন অনেক ভাল, এই কবিতাটা তার প্রমাণ
আপনার মন্তব্য আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করল আলমগীর ভাই।অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।