এবার মৃত্যু দাও প্রভু
জন্মিতে পুনর্বার
জঞ্জাল ভরা এই সমুদ্রে
বৃথাই এই রুদ্ধ সাতার,
পুনর্জন্মে আমাকে করো কবি
নয় এই গৎবাঁধা সংসার
বাউলের চরণে দিও ধ্রুপদী রবি চুম্বন
পরজন্মে চাইনে এই নিষিক্ত রাত, হাহাকার…
সখা প্রেমে বেধোনা আমাকে
দিও নিরঞ্জন প্রেমের সঙ্গ-সার
প্রভু, এবার তবে মৃত্যু দাও
দাও দাসের অধিকার!
মায়ার কানন
মায়ার রোদন
প্রভু হে-
আর জনমে আমাকে করো রিক্তের অক্ষিসার
মেঘের গহ্বরে মেঘের গুঞ্জরণ
অশ্রু ধারায় বুনিতে দিও শঙ্খমালার হার;
হৃদয় লোচনে হৃদয় যায় পচে
পাপের মোচন হয়নি- কত শত দ্বিধা সংকোচে
এই পথে পড়েছি পিছলে
এই জনমে পাইনি খুঁজে বেঁচে থাকার আনন্দ
প্রভু হে সান্দ্র ধ্বনির লগন বইছে-
এবার ছিন্ন করো মিছে মায়ার সম্বন্ধ!
সখা প্রেমে বেধোনা আমাকে
দিও নিরঞ্জন প্রেমের সঙ্গ-সার
প্রভু, এবার তবে মৃত্যু দাও
দাও দাসের অধিকার!
এক্সিলেন্ট প্রিয় কবি দা। শুভ সকাল।
হৃদয় লোচনে হৃদয় যায় পচে ঠিকই তাও তো পাপের মোচন হয় না দাউদ ভাই।
পুনর্জন্মে আমাকে করো কবি নয় এই গৎবাঁধা সংসার। বাউলের চরণে দিও ধ্রুপদী রবি চুম্বন। আরিব্বাস ডা. কবি দাউদুল ইসলাম। ভালোবাসায় ভালোবাসা।
সুন্দর কবিতা কবি দাউদ।
কবি'র দেখা নাই।