আগে…..
বিবাগী মন
চলছে অন্তরে অন্তরে নির্বাসন
অন্ধ যৌবন ডুবে আছে স্বপ্ন সাগরে
স্পর্শের নিবিড় ভাষা
জানি তুমিই পূরণ করবে সেই প্রত্যাশা !!
পরে…..
গোপনে কাঁদছো তুমি
আমিও কাঁদি সঙ্গোপনে
গোপন চুম্বনে মিটাও ওষ্ঠের জ্বালা
গোপন আলিঙ্গনে আমিও জুড়াই উত্তপ্ত বুকের লীলা…
কবিতায় আগে ও পরের ব্যবচ্ছেদ অসাধারণ হয়েছে প্রিয় স্যার।
এ যেন বাস্তব নাটকের দৃশ্যায়ন।
অনেক অনেক ভাল লাগা।
ভালোবাসা ভালোবাসা কবি দাউদ ভাই।
সুন্দর কথা কাব্য কবি ভাই।
শুভেচ্ছা কবি দাউদুল ইসলাম।
চমৎকার লেখা, শুভ কামনা কবি।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দা।