কবিতা

আগে…..

বিবাগী মন
চলছে অন্তরে অন্তরে নির্বাসন
অন্ধ যৌবন ডুবে আছে স্বপ্ন সাগরে
স্পর্শের নিবিড় ভাষা
জানি তুমিই পূরণ করবে সেই প্রত্যাশা !!

পরে…..

গোপনে কাঁদছো তুমি
আমিও কাঁদি সঙ্গোপনে
গোপন চুম্বনে মিটাও ওষ্ঠের জ্বালা
গোপন আলিঙ্গনে আমিও জুড়াই উত্তপ্ত বুকের লীলা…

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “কবিতা

  1. কবিতায় আগে ও পরের ব্যবচ্ছেদ অসাধারণ হয়েছে প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. এ যেন বাস্তব নাটকের দৃশ্যায়ন। 

    অনেক অনেক ভাল লাগা।

  3. ভালোবাসা ভালোবাসা কবি দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।