কি চাও

বলো কি চাও
চন্দন না শিউলি
বেলি না চামেলি
নিঃসংকোচে বলো
উড়তে চাও না বসতে
উড়লে দেব বুক
বসলে দেব কোল
হাসলে ছন্দ
গাইলে সুর, নাচলে দেব ঘঙ্গূর।

হাওয়ার দোল
বৃক্ষের স্পন্দিত আমূল ঘ্রাণ
বলো কি চাও?
জলে ভরা নদী নাকি
মোহনার সুপ্রীত মিলন
জোয়ার না তরঙ্গ
ঝর্না ঝরা সতত অরণ্য
নাকি যৌবন ভরা জ্যোৎস্না;

নিশীথ তিথির
হে কুসুম অতিথি
কি দেব তোমায়
বলো কি চাও
শারদ শরত কাশের ওম
তোমায় পাড়াবো ঘুম
সুবাসিত বাতাসের দোলায়
দেব সহস্র চুম।

আখির পাতায়
কপোলের নরম খাতায়
আঁকিব রঞ্জন চিত্র
পরম সোহাগে
মরমি আবেগে
ভরে-দেব তৃষিত পাত্র।

.
২৭/১০/১৩ সালের লিখা একটি কবিতা।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “কি চাও

  1. আঁখির পাতায় কপোলের নরম খাতায় আঁকিব রঞ্জন চিত্র
    পরম সোহাগে মরমি আবেগে ভরে-দেব তৃষিত পাত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর কবি কবি দাউদ ভাই। কবিতাটির সাথে ইতিপূর্বে দেখা হয়েছিলো কিনা মনে করতে পারছি না। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।