কমলা-ত্বকী
সবুজ খোলসে
পাক ধরেছে সোনালী পরশে।
ঝাঁঝালো ত্বকে বিদ্যমান কুসুম, সবুজ ঘ্রাণ,
অম্ল যশে উসকে দিচ্ছো- লালাময় জিহ্বার কাহিনী,
আকণ্ঠ পান,
টসটসে মুখে … রসের ভুক!
মরি পিয়াসে!!
তাম্র তিয়াসে… দহনে পুড়েছে বুক
একি নিপুণ ফাঁদ!
নন্দিত উন্মাদ! অমৃতের ঢোক!!!
13 thoughts on “অমৃতের ঢোক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
তাম্র তিয়াসে… দহনে পুড়েছে বুক
একি নিপুণ ফাঁদ!
আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহন করুন,
ভাল থাকবেন।
দারুণ কবি দাউদ ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,
ভালো থাকুন সবসময়…..
একটু অন্য ধরণের কবিতা বলেই বেশী ভালো লেগেছে কবি ভাই।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল প্রিয়
ভালো থাকুন সবসময়…..
অসাধারণ।
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর।
আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..
চমৎকার লিখেছেন শ্রদ্ধেয়
অনেক ভালবাসা ও শুভেচ্ছা জানাই কবিকে।শুভ সন্ধ্যা