অমৃতের ঢোক

কমলা-ত্বকী
সবুজ খোলসে
পাক ধরেছে সোনালী পরশে।
ঝাঁঝালো ত্বকে বিদ্যমান কুসুম, সবুজ ঘ্রাণ,
অম্ল যশে উসকে দিচ্ছো- লালাময় জিহ্বার কাহিনী,
আকণ্ঠ পান,
টসটসে মুখে … রসের ভুক!
মরি পিয়াসে!!
তাম্র তিয়াসে… দহনে পুড়েছে বুক
একি নিপুণ ফাঁদ!
নন্দিত উন্মাদ! অমৃতের ঢোক!!!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

13 thoughts on “অমৃতের ঢোক

  1. একটু অন্য ধরণের কবিতা বলেই বেশী ভালো লেগেছে কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।