বজ্রমাখা হরফ

কবে পাবো অমৃতের দেখা
কবে যাবো বাড়ি
কবে হবে নৃ হৃদ্য-কবিতার লেখা
পৌঁছুবো গন্তব্যে- মহাকাল ছাড়ি।

কবে জ্বলবে প্রদীপ- উজ্জ্বল বহ্নি শিখা
নির্জীব চরণে কবে জাগবে- নৃত্য স্পন্দন;
মদিরা নদীর শাখা-প্রশাখা
কবে পাবো শৈল প্রপাত, কস্তূরী চাঁদ
বিহঙ্গের মনে তীব্র আলোড়ন…

কবে আসবে নিবিড় ভোর
শিশির শব্দের মূর্ছনা- স্বর্ণ রেখা
ঠুমরীর গর্জনে হতোদ্যম রণবীর
বিস্মরণে পরিশুদ্ধ দৃষ্টি- বজ্রমাখা হরফ!

( অচিন বুদবুদ কাব্য গ্রন্থ থেকে)

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

14 thoughts on “বজ্রমাখা হরফ

  1. অসাধারণ কবিতা। কয়েকবার পড়ে দেখলাম আসলেই অসাধারণ লিখেছেন কবি ভাই। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অচিন বুদবুদ কাব্য গ্রন্থটি পড়ে দেখতে পারিনি। অভিনন্দন কবি দাউদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. ঠুমরীর গর্জনে হতোদ্যম রণবীর
    বিস্মরণে পরিশুদ্ধ দৃষ্টি- বজ্রমাখা হরফ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।