কবিতা

সবুজের বেষ্টনী ভেঙ্গে ঢুকে পড়ছে কালো আগুন
বিতাড়িত দুঃস্বপ্ন’রা নতুন রঙে ঝেঁকে বসছে মস্তিষ্কে,
মানুষের আত্মা ছেড়ে যাওয়া
মৃত সুন্দর ঘিরে নৃত্য মত্ত হয়ে উঠেছে উলঙ্গ শকুন!
চলছে উৎপীড়ন
সত্যের নির্মম নিপীড়ন,
মিথ্যের দাম্ভিকতায় চলছে নগ্নতার উত্থান
পরাজিত দেবতারা চলে গেছে ধরা ছোঁয়ার ঊর্ধ্বে
নিদ্রাচ্ছন্ন তীর বিদ্ধ প্রেমিক, মাথায় আগুনের শিথান।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

7 thoughts on “কবিতা

  1. কবিতার শাব্দিক শৈল্পিক সৌন্দর্য্যে মুগ্ধ হলাম স্যার দাউদুল ইসলাম। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মিথ্যের দাম্ভিকতায় চলছে নগ্নতার উত্থান
    পরাজিত দেবতারা চলে গেছে ধরা ছোঁয়ার ঊর্ধ্বে
    নিদ্রাচ্ছন্ন তীর বিদ্ধ প্রেমিক, মাথায় আগুনের শিথান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. চলছে উৎপীড়ন
    সত্যের নির্মম নিপীড়ন,
    মিথ্যের দাম্ভিকতায় চলছে নগ্নতার উত্থান। ………….চরম সত্য কথা। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।