যাবোনা ন্যাড়ার দলে

আর সবার মত খাপ খাইয়ে চলতে পারিনা বলে
তোমাদের কাছে আমি বেখাপ্পা জীব !
… সজীব মনের আয়নায় নির্জীব প্রতিচ্ছবি
বলে দেয় তোমাদের এই বেলাজ চরিত্র কথা
আমার খুব ব্যথা লাগে
মানুষ হয়ে মানুষের পূজা করতে দেখে;
আমি যাবো না একিই ক্ষুরে মাথা ন্যাড়া করতে
সে ন্যাড়ার দলে
গাঁজাখুরি প্রশংসায় পঞ্চমুখ হইনা বলে
তোমরা আমাকে বঞ্চিত কর আমার প্রাপ্য থেকে
অথচ জীবনের এক একটি মুহূর্ত আমি সঞ্চয় করি
সুন্দরের অবিনাশ বিভা
অহিংস
ভালোবাসায় পঞ্জি-ভুত করি নির্লোভ স্বপ্ন প্রভা
দিনে দিনে ক্রমে ক্রমে পূর্ণ-করি বিক্ষিপ্ত খানাখন্দ
তোমরা মানো না মানো
তোমাদের হাসি মুখই আমার সর্ব-সুখ… আনন্দ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “যাবোনা ন্যাড়ার দলে

  1. দূর্দান্ত কবি দাউদুল ইসলাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. চমৎকার একটি কবিতা। অভিনন্দন প্রিয় স্যার। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।