হও অমর্ত্য সজীব

অশ্রু না বিষ?
কি দিয়ে ধুয়েছ তোমার স্মৃতি মন্থন বেদী,
যখন রক্ত আর ঘামে
স্রোতস্বিনী হয়েছে আমার অলকানন্দা নদী।…..

চুল না কি ভুল?
ছিঁড়ছ কি উন্মাদ, অসহ্য চিত্তে!
মন পাবে না মনের উসুল
যদি না চিনতে পারো সত্য-মিথ্যে!!

রতি না বিস্মৃতি?
কোন আগুনে জ্বেলেছো পরশ প্রদীপ,
ফাগুনের বনে শ্রাবণের প্লাবন
মধুর বীণে সুর মূর্ছনা, হও অমর্ত্য সজীব।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

5 thoughts on “হও অমর্ত্য সজীব

  1. অসাধারণ কবিতা উপহার। শুভেচ্ছা কবি দাউদুল ইসলাম স্যার। স্টে সেফ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চুল না কি ভুল?
    ছিঁড়ছ কি উন্মাদ, অসহ্য চিত্তে!
    মন পাবে না মনের উসুল
    যদি না চিনতে পারো সত্য-মিথ্যে!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    শুভকামনা থাকলো

মন্তব্য প্রধান বন্ধ আছে।