তোমার প্রতীক্ষায়

তোমার যাবার বেলায় চেয়ে দেখনি
এলোমেলো কলাপাতা গুলি
বাতাসের ভরে না না বলে কেপেছিল
শিমের আড়ালে দোয়েলটি কেঁদেছিল।
পৌষের আকাশে জমেছিল কালমেঘ
ঝরেছিল অশ্রুবারি ক’ফোটা
গ্রামের ছড়ানো ছিটানো বাড়িগুলোতে
নেমেছিল শুনশান নীরবতা
থমকে গেল উত্তরের হিমেল হাওয়া
কেউ মেনে নিতে পারে নি এ যাওয়া
মেঠোপথের দুর্বা পাপোষের শিশিরেরা
তোমার পদধুয়ে বলেছিল চলে যেওনা।
তুমি চলে গেলে নিয়ে অভিমান
শুনতে চাওনি এই হৃদয়ের টান।
আশাহত পাখির নিঃস্বপ্ন ঘুম
কেড়ে নিয়ে গেল সব সুখের ধুম।
পথপানে চেয়ে রয় ক্লান্ত এ হৃদয়
ভুল ভেঙ্গে যদি ফিরে আসা হয়
বসন্ত আসে বনে কত ফুল ফুটে
মনের আকাশ সাজে কত রঙ্গে
কত ফাল্গুনী রাত বয়ে চলে যায়
কেটে যায় বেলা তোমার ভাবনায়।
তোমার শহরে আজ আলো ঝলমল
চাঁদ তাঁরাদের প্রমোদ হাসিতে টলমল
মম গগনে থইথই করে গাঢ় অন্ধকার
নিস্তব্ধত রাত পিচঢালা পথ নির্বিকার
হুতুমপেঁচাটা সারা রাত পাহারায়
জেগে রয় শুধু তোমার প্রতীক্ষায়।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

6 thoughts on “তোমার প্রতীক্ষায়

  1. অসাধারণ লিখেছেন প্রিয়…….. wink

  2. অনেক ভালো লিখেছেন, শুভকামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।