অতন্দ্র বুভুক্ষু

যদি ঘুম ভেঙ্গে যায় তোমার
আমি সেই ভয়ে চিৎকার দিইনি আত্মার দহন কালে
ডাইনীদের মরণ ফুঁৎকারে অস্তিত্বের মর্মতলে করাল হাহাকার
আমি হাত বাড়াইনি জল-স্পর্শে
যদি শান্ত শিথিলতায় দহনের বীভৎস উষ্ণতার ছোঁয়া লেগে যায়
যদি ঘুম ভেঙ্গে যায়…………….

নিষ্পাপ চন্দ্রমুখীর ঘুমন্ত চোখের পাতায়
ছোঁয়াইনি আমার অনন্ত কালের রুক্ষ ঠোঁট দ্বয়,
যদি ঘুম ভেঙ্গে যায়; যদি আঁচড় পড়ে অপবিত্রতায়
পৃথিবীর তাবৎ বিস্ময় এক করে চেয়ে থেকেছি
গ্রীষ্মের উত্তপ্ত বাতাস আগলে রেখে দিয়েছি কোমল ছায়া

হয়তো তুমি বিভোর কোন মধুর স্বপ্নে
চোখের কোণে দুলদুলে পাপড়ির নৃত্য
তুলতুলে কোল বালিশটা বুকে লেপ্টে আছে সুবোধ প্রেমিকের মতন
যেন অস্তমিত লাল সূর্যটা গলে যাচ্ছে নদীর মুখে, যতন করে
আমি শুধু খুলে দিলাম আগলের কপাট…

আমিও যে অতন্দ্র বুভুক্ষু
দুখু মিঞার বাবরি চুলের চির উদাস!
আমি জানিনা কেমন করে রক্ত চোষা মুখে স্ফুটিত হয় হাসির উদ্ভাস।

২৯/৬/১৩

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “অতন্দ্র বুভুক্ষু

  1. অসামান্য এবং মানসম্মত কবিতা উপহার। অভিনন্দন কবি দাউদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।