যাপিত জীবনের কড়চা

কত হাসি, কত ব্যথা,স্মৃতি বিজড়িত ক্ষণ।
প্রতি পলের ভাঁজে ভাঁজে জীবনের সাতকাহন।
হঠাৎ উঠলো ঝড়, সাঙ্গ হলো খেলা।
চোখ মেলে তাকিয়ে দেখি, শূন্য বালুকাবেলা।
এমন দিন আসবে কখনো দীর্ঘ চলার পথে,
স্বপ্নেও আমি কল্পনায় আঁকিনি, বাস্তবেও কোন মতে।
চারদিকে হাহাকার ভরা, হতাশার আঁধার।
জটিল সমীকরণে জীবন, গোলক ধাঁধাঁর।
জীবন যাপন মুখোমুখি এখন, কঠিন বাস্তবতায়,
যাপিত জীবনের দুঃখ ব্যাথা সযতনে লুকাতে হয়।

4 thoughts on “যাপিত জীবনের কড়চা

  1. জীবন যাপন মুখোমুখি এখন, কঠিন বাস্তবতায়,
    যাপিত জীবনের দুঃখ ব্যাথা সযতনে লুকাতে হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ভালো লিখেছেন ইসিয়াক ভাই। শুভেচ্ছা।

  3. চমৎকার এক অন্তমিল ছন্দ পেলাম কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।