কোত্থেকে আসে পিপাসা
কোন আগুনে জাগে এত্তো তৃষা,
কিসের কারণে বিমনা চিত্ত
কোন দহনে জাগে উদ্রেক- বিবমিষা!
কে তুমি বাজাও বাঁশি
শাল পিয়ালের বনে
কার জন্য সাজাও শশী
চন্দ্র মল্লিকার উদ্যানে
পাখীর ডাকে
কেন ধুকপুক উঠে বুকে?
কেন জ্যোৎস্না হাসে
যখন বাতাসে ফিসফিসনি শব্দ ভাসে;
লুব্ধ দৃষ্টিতে এতো কি ধার
ফুল্কির মত ভেদ করে রাতের আঁধার…
অন্তর অ-ক্ষান্ত, ভুলিয়ে দেয় দ্বিধা
মন্থর ঢেউ- অতলে দুর্বার তটনীর ক্ষুধা!
বিমোহ ।। দাউদুল ইসলাম
১৭/৭/১৭
কে তুমি বাজাও বাঁশি শাল পিয়ালের বনে
কার জন্য সাজাও শশী চন্দ্র মল্লিকার উদ্যানে।
চমৎকার প্রিয় কবি প্রিয় স্যার দাউদুল ইসলাম। শব্দনীড়ে আপনার উপস্থিতি আরও নিয়মিত হবে এই প্রত্যাশা রাখি। সালাম এবং শুভেচ্ছা রইলো স্যার।
অনিন্দ্য সুন্দর লেখনী ।
খুব সুন্দর ————–
বরাবরের মত ভালো লাগলো।
আমি আপনার লেখনীর দীর্ঘ দিনের পরীক্ষিত ভক্ত। সেই যে প্রথমআলোতে অচেনা এক ডাঃ এর ভক্ত হলাম, তারপর কত কাল কেটে গেল, পরিচয়, একসাথে ঘুরতে যাওয়া ইত্যাদি।
আপনার লেখার এক মুগ্ধ পাঠকের সেই অবস্থায়টি আজো অমলিন রয়ে গেল।
সতত শুভকামনা আপনার জন্য।
ভালো লাগলো। পাঠে মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।