একবার একটা নীল ক্যানভাস বানিয়েছিলাম
সাদা মেঘের ভেলা ভাসাবো বলে
রঙের ডানায় স্বপ্ন ছড়াবো বলে হাতে নিয়েছিলাম
রং তুলি-
তারপর……
কতো আঁকা আঁকি; পাখি, ফুল, নদী…
জোনাকি রাত, নিঝুম প্রকৃতি, ঘন আঁধার বন বীথী
কতো কি আঁকলাম! শুধু আঁকা হয়নি স্বপ্নের সেই ভেলা
তোমাকে আঁকতে গিয়ে চিনেছি রং, তুলি, ক্যানভাস
বিষাদে ছুঁয়ে যাওয়া ধূসর বিকেল; অন্তিম আকাশ
বুকের গহীনে টাইফুনের উন্মত্ত তোলপাড়, অরোধ্য জলোচ্ছ্বাস!
চিনেছি এই শহর অলি গলি, নিদ্রা-ছুট নবজাতকের কান্নার সুর
দূর দূর করে তাড়িয়ে দেয়া নিগৃহীত মানুষের দীর্ঘশ্বাস!
বীভৎস সব রঙ
বিষাদে ডুবে থাকা তুলি, পড়ে থাকে ঘরের কোনে
জানিনা কবে হবে ইচ্ছের পুনর্জন্ম
নাকি তার আগেই নিঃশেষ হয়ে যাবে শিল্পের জীবন!
3 thoughts on “নীল ক্যানভাস”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শব্দ কবিতা এবং প্রচ্ছদ গুণে অসামান্য হয়ে উঠেছে লিখাটির উপস্থাপন।
অভিনন্দন প্রিয় কবি। শুভ সন্ধ্যা।
সুনির্মাণে সমুজ্জ্বল লেখা।
বেশ চমৎকার প্রকাশ কবি দা