পাপের পতন

যুগে যুগে কত শিমার খেলেছে রক্ত হলি
ক্ষমতার জোরে কতজনকে দিয়েছে বলি!
ভয়-ভীতি, আতংক ছড়িয়ে হয়েছে বর্বর;
নিজেকে ভেবেছে মহাশক্তিধর আকবর।

পাপের ধনে গড়েছে মহল
শূন্য গৃহ  সময়ের অতল
নিপিড়ীত হৃদয়ের আর্তক্রন্দন
কেঁদেছে আকাশ কেঁদেছে পবন।
সময়ের হাওয়া বদলে যায়
অত্যাচারী হলো অসহায়
পাপের পতন হয়রে নিশ্চয়
যুগে যুগে হয়েছে পূণ্যের জয়।
অট্টহাসি হেসেছে জল্লাদ
শরাবে মত্ত আনন্দে আহলাদ
ক্ষনিকের পৃথিবী নয় অনন্ত
সাঙ্গ হয় জীবনের দুরন্ত।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

3 thoughts on “পাপের পতন

  1. অট্টহাসি হেসেছে জল্লাদ
    শরাবে মত্ত আনন্দে আহলাদ
    ক্ষনিকের পৃথিবী নয় অনন্ত; সাঙ্গ হয় জীবনের দুরন্ত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।