জীবন মন যৌবন

5_xlarge

এ জীবন মন যৌবন, এই বলিদান
নিঃস্বার্থ অগ্নিমান; এই পোড়া প্রাণ, নির্মোহের গান,
এই দুর্দশা-হতাশা এই আশা ভালোবাসা প্রতীক্ষমাণ তপস্যা;
বহমান স্রোত নির্বোধ বিসর্জন!

এই মনুষ্যত্ব বিকৃত, এই কবিত্ব, পরুষত্ব!..
এই জলাঞ্জলি অগত্য আঁধারে-
উলঙ্গ কোলাকোলি!
সেই বাদ- বিবাদ,
জীবনের বাদে আবাদে
নিঃসঙ্গ বিষাদ
নব নব রূপে
সেই তেঁতো স্বাদ!…
মরি-মরি
সব জেনে- হই উন্মাদ!
এই লীলা
নির্লজ্জ ছলাকলা
ক্ষুধার জ্বালা
দ্বিধা নির্দ্বিধার উতলা রাত
উর্মিলা বুকে সন্তপ্ত হাত!

এই জোয়ার
বাঁধ ভাঙ্গা
প্রেম হীন… স্রেফ কামনার অঙ্গার
সেই লুটপাট
তাসের ঘর। অদুরা সংসার!…
কান্নার সুরে বিষের বাঁশি
পদপৃষ্ঠ শান্তি! নির্মম ফাঁসি!!
এই সত্য
সেই নেপথ্য
মরণ গ্রাসী
উলঙ্গ নৃত্যের উন্মত্ত হাসি
নির্বোধ মন
নিঃশেষ…
সযতন শশী,
ক্লেশ- অক্লেশ
পুলক তিলক… স্মৃতি -বিস্মৃতি।

ক্লান্ত
অবিশ্রান্ত এই আমি-
বুকে ধরে অজস্র আঘাত,
বীভৎস মুখে
তিমির রাত্রি
….. অস্তগামী চাঁদ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “জীবন মন যৌবন

  1. ক্লান্ত
    অবিশ্রান্ত এই আমি-
    বুকে ধরে অজস্র আঘাত,
    বীভৎস মুখে
    তিমির রাত্রি
    ….. অস্তগামী চাঁদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।