অপূর্ণ ভালোবাসা

আমি শুধু ভাবি সেই দিনটির কথা
যেই দিনে তোমার গায়ে লেগে যাবে লাল শাড়ির ছোঁয়া।
প্রিয় সেই, গ্রামটিতে জ্বলে উঠবে লক্ষ -হাজার আলোকসজ্জা।
তোমার বাড়ির আঙিনা মুখরিত হবে কত মন ভাঙা, হাসিখুশি মানুষের পায়ের ধুলাই।
হ্যা, সেই দিনটির কথা বলছি যেই দিন তুমি হবে অন্য কোনো স্বপ্নের ঠিকানা।

তোমার বাবার সঞ্চয়ের অর্থে জমে উঠবে বিয়ে বাড়ি।
তোমার মায়ের কত-শত আপনজনেরা আসবে, খাবে স্বপ্ন ভাঙার স্বাক্ষী হয়ে চলেও যাবে।

আমি বলছি সেই রাতের কথা, যে রাতে…
তোমার কোমল, কোমরে হাত রাখবে অজানা এক নতুন পুরুষ।
সেই হাতের ছোঁয়ায় তোমার শরীরে শিহরণ খেলে যাবে! ঠিক যেমন যেতো আমার ছোঁয়ায়। তুমি মজে যাবে, ডুবে যাবে সেই অজানা পুরুষের ছোঁয়ায়।

তোমার সেইদিন মনেই থাকবে না, আমি বলে কেউ ছিলো, মন বলবে কি হবে এতো ভেবে আর; সুপুরুষ তো পেয়েছি আমি, কি লাগে আর…..

তোমার গ্রাম টা ভালোবাসি, তোমার পায়ের ছোঁয়া লাগা সেই সরু রাস্তা গুলি ও ছুঁয়ে দেখি, তোমার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা গাছ গুলাকে বুঝিয়ে বলি! কত ভালোবাসতাম আমি তোমায়, কিন্তু কেউ আর ছুঁতে দিলো না তোমায়। দিলো না থাকতে, একসঙ্গে।

গল্প টা তো আমারই শুধু! তোমার এখন অন্য গল্প, অন্যের স্বপ্ন, শুধু ঠকিয়ে গেলে আমাকে।
বুঝিয়ে দিলে ভালোবাসা দিয়ে কিছুই জয় করা যায় না। শুধু যায় কষ্ট কেনা।

গোলাম কিবরিয়া সৌখিন সম্পর্কে

গোলাম কিবরিয়া সৌখিন। চট্টগ্রামে ২০০৩ সালের ১০-ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার, কসবা উপজেলায় সপরিবারে নিজ গ্রামে অবস্থান করছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উনি শৈশব থেকেই ভাবুক ও দার্শনিক চিন্তা করতে পছন্দ করেন।আর সেই ভাবনার প্রতিফলন হিসেবে কবিতার হাতেখড়ি শুরু। কবি শুধু লিখে যেতেই চান না, তিনি চান সবার সাথে উনার ভাবনা গুলোকে ছড়িয়ে দিতে এবং সেই ভিত্তিতে কবি বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন কবিতার অনলাইন মিডিয়ায় কবিতা লিখে চলেছেন। এবং অন্যান ভাবনা গুলি একত্র করে সমসাময়ীক লিখা লিখে থাকেন। সকলের ভালোবাসা এবং উৎসাহ নিয়ে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। কবি ভবিষ্যতে কর্ম জীবনে উনার কবিতার কিছু বই প্রকাশ করার ইচ্ছে পোষণ করেন। সকলের কাছে দোয়ার দরখাস্ত নিয়ে আবেদন এই ভাবনার কবি গোলাম কিবরিয়া সৌখিনের।

3 thoughts on “অপূর্ণ ভালোবাসা

  1. গল্প টা তো আমারই শুধু! তোমার এখন অন্য গল্প, অন্যের স্বপ্ন, শুধু ঠকিয়ে গেলে আমাকে। বুঝিয়ে দিলে ভালোবাসা দিয়ে কিছুই জয় করা যায় না। শুধু যায় কষ্ট কেনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।