এককালের জংলি গন্ধ বয়ে আনা আমাদের হিঙ্গুলী খাল, এখনো আঁকে ধড়াসের পিঠের মতন বক্র ফুলি, আজকাল পলি জমা ক্লেদে গোমরা মুখি হয়ে থাকে, গোলা জলে মিশে থাকে দু’ পাড়ের বসতির কষ্ট, প্রাচীন কালকেউটেরা এখনো ভাসে- নতুন নতুন খোলসে। ভাঙ্গা পাঁজরে যখন অঝোরে বৃষ্টি ঝরে তখন আমাদের কালাচান কাকা কোমরে ঝোলা বেঁধে জাল মারতে নামে। দীর্ঘ দলকলমির ঝোপের ভেতর শৈল মাছের ঘাই, কালাচান কাকা দক্ষ হাতে তাদের ধরতে জানে, কায়দা করে হাতড়ে বেড়ায় রূপোলী জলের আঁচলে, কাদামাটির স্তনে।
আসলে, হিঙ্গূলী খালের সঙ্গে কালা-চান কাকার পুরনো সখ্যতা, ফেনী নদীর জল জানে, বাঁক জানে, তটের উত্তাপ চিনে চিনে কালাচান কাকা বুঝতে পারেন নদী আর খালের গুপ্তকথা। কোন মোহনায় গ্রীষ্মের দহন লাগে, কোন জলে ছুঁইয়ে থাকে পলাশের চুম্বন, কোন স্রোতে ভাসে শিমুল ফুল তরঙ্গের আবেগে, তিনি সব খবর রাখেন।…
( হিঙ্গূলী খাল, চট্টগ্রাম- মিরসরাই থানার অন্তর্গত একটি ছোট্ট খালের নাম, যার নামে একটি ইউনিয়ন রয়েছে)
অসাধারণ এক শাব্দিক অলংকরণ। অপার মুগ্ধতা প্রিয় কবি স্যার দাউদুল ইসলাম।
খুব সুন্দর