সবুজের দাবী ছেড়ে…

Suhra

সবুজের দাবী ছেড়ে
শুকনো পাতারা ঝরে পড়ে, নির্লিপ্ত দুপুরে
জীর্ণ নদীর বাঁকে আশ্রয় খোঁজে তৃষিত পানকৌড়ি;
গিরগিটিরা বিচলিত রুক্ষ বালিয়াড়ির বুকে- সেও জানে না
শিকারের মোক্ষম অপেক্ষায়
আড়ি পেতে থাকা ক্ষুধার্ত সরীসৃপের উদ্যত ফণা !

আমি পরিশ্রান্ত, দুঃখের বৃত্তে অনন্ত কালের দহন ভার
অন্তরীণে মৃত্যুর শিস, দু চোখ ঘিরে শুধুই অন্ধকার;
সারা দুপুর পুড়িয়েছে নির্বাক বসন্ত- চিত্তে হাহাকার
তীর্থের কাক ডেকেছে অবিরাম- অশ্রুত শীৎকার!

কোন দিগন্তে ভেসেছে মেঘ
কে দেখেছে আহত কবির বুকের আবেগ?
গোধূলি জানে কি-
রক্তের দাবী ছেড়ে ঝরে পড়েছি আমি
যদিও চাওয়া পাওয়ার হিসেব রয়েছে অনেক বাকী।

দাউদুল ইসলাম।
২/৩/১৭

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “সবুজের দাবী ছেড়ে…

  1. গোধূলি জানে কি-
    রক্তের দাবী ছেড়ে ঝরে পড়েছি আমি
    যদিও চাওয়া পাওয়ার হিসেব রয়েছে অনেক বাকী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অসাধারণ অনুভূতি! সত্যি মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।