ঘুম পরী

night-sky_4-jpg

দিনের শেষে খুকুর চোখে আয়রে ঘুম আয়
ঘুম পরী তোর পায়ে পড়ি খুকুর চোখে আয়।।

খুকু আমার সোনার পুতুল বায়না ধরেছে
চাঁদের দেশে যাবে বলে রকেট কিনেছে,
সেই রকেটের পাখায় চড়ে আয়রে ঘুম আয়।।

চাঁদের দেশে ফুল বাগানে থাকবে খুকু একা
সন্ধ্যা হলেই জোনাক মালা জ্বলবে থোকা থোকা,
সেই আলোরই সোপান বেয়ে খুকুর চোখে আয়।।

6 thoughts on “ঘুম পরী

  1. বড় বিষয় হৃদয়ছোঁয়া লিখা বন্ধু। পরী স্মৃতি হৃদয়-বিষণ্ণতায় ভরে উঠে। :(

    1. কত স্মৃতি, কত আনন্দ, কত বেদনা নিয়ে এই খুকুদের বুকে নিয়ে কেমন করে যেন দিন চলে যায় তারপ্রে একদিন সব ভেসে যায় কালের স্রোতে। এইতো জীবন!

  2. চাঁদের দেশে ফুল বাগানে থাকবে খুকু একা
    সন্ধ্যা হলেই জোনাক মালা জ্বলবে থোকা থোকা,
    সেই আলোরই সোপান বেয়ে খুকুর চোখে আয়।।

    আহা আমাদের জীবনের গানগুলি, আহা!

মন্তব্য প্রধান বন্ধ আছে।