ঝুলে আছে অষ্টাদশী চাঁদ

দেখো অষ্টাদশী চাঁদ ঝুলে আছে বারান্দায় ~যুবতী নারীর স্তনের মতো কোমল স্বপ্রভ~এসো ছুঁই, দেখি,মোমের মতন গলে যায় কি না?

সন্ধ্যা বাতাসে কাঁঠাল চাপার গন্ধ~সাঁওতালী মদে মত্ত কবিতার কারিগর~ ডিসেকশান বেশ জরুরী বলে প্রতীয়মান।

আপ্লুত কবি আজ ফিরবেন বলে মনে হয় না~রূপসী অষ্টাদশীর প্রেমে বিসর্জন দিয়েছেন কিছু~ যা হয়ত আর ফিরে পাওয়া হবে না তার~ কেবল দু চোখ ভরে দেখে যাওয়া ~ সন্নিকটে ভরপুর দুখ নদী চাপা পড়ে যায় মায়াবতী জ্যোৎস্নার আলোক ধারায়।

7 thoughts on “ঝুলে আছে অষ্টাদশী চাঁদ

  1. ঝুলে আছে অষ্টাদশী চাঁদ সুন্দর হয়েছে কবি। স্বাগতম কবি দা।

  2. বাহ্। সংক্ষিপ্তে বেশ ভালো হয়েছে লিখাটি। অভিনন্দন এবং স্বাগতম ভাই রিয়েল আব্দুল্লাহ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. চমৎকার কবিতা। ধন্যবাদ মি. রিয়েল আব্দুল্লাহ। শব্দনীড় এ আপনাকে স্বাগতম।

    একই লিখক এর একাধিক লিখা প্রথম পাতায় প্রকাশ না করে খসড়া করে রাখুন। শব্দনীড় সঞ্চালক যথাসময়ে দ্বিতীয় লিখা প্রকাশ করে দেবে। আপনার জন্য শুভকামনা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।