জার্নাল এবং প্রাসঙ্গিক কিছু কথা

জার্নাল এবং প্রাসঙ্গিক কিছু কথা …
শব্দনীড়ে সকলের জন্য প্রাসঙ্গিক কিছু কথা।

সুপ্রিয় শব্দনীড় বন্ধু সমীপে।

শব্দনীড় আজ ৪ মাস ২০ দিন বয়স পেরুচ্ছে। সকলের শব্দনীড়ের নতুন অভিযাত্রায় প্রয়োজনীয় মাত্রাও সহযোগ করেছে। ইতিমধ্যে যেখানে ২,৫৮৯ টি পোস্ট সঞ্চিত হয়েছে। এবং ২,৩৭১ টি নতুন পোস্ট প্রকাশিত হয়েছে। বাকিরা খসড়া অথবা অপেক্ষমান ঘরে নিরাপদ জমা আছে। মন্তব্য সংখ্যা ১২,৯৪০ টি। নিবন্ধিত ব্লগার ১১০ জন। পূর্ব এখানে।

এপার বাংলা অথবা ওপার বাংলার স্বনামখ্যাত ব্লগ, ব্লগস্পট অথবা শব্দনীড়ের মতো ওয়ার্ডপ্রেস এ তৈরী অন্যান্য ব্লগের তুলনায় শব্দনীড় সেখানে অহংকার নয়; গৌরব বোধ করতে পারে। এই সাফল্য শব্দনীড় এর নয়; শব্দনীড় এ যারা শব্দ চর্চা করেন তাদের সকলের। শব্দনীড়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল লিখিয়ের।

ব্লগার বলতে শব্দনীড় কখনও কাউকে ছোট বড় মাঝারি মনে করে না। সবার জন্যই এই ব্লগ। সকলের অধিকার সমান এমনতর স্বতন্ত্র চেতনায় বিশ্বাস করে। কাউকে অতিরিক্ত সুযোগ দেয়া বা নেয়ায় শব্দনীড় কখনো কল্পনাও করে না। এই ব্লগ সর্বজনীন। সর্বজনীনতা ধরে রাখতে শব্দনীড় অসম্ভব আপোস করতে নারাজ।

চলতি শব্দনীড় নিয়ে শব্দনীড় যে স্থির এবং অবিচল সিদ্ধান্তে এখনও অটল রয়েছে, অতি সম্প্রতি অভিজ্ঞতার আলোকে পুনশ্চ তা সকলের সাথে শেয়ার করতে চায়।

aaa_3

পুরোনো অনেকেই অবগত আছেন যে, পূর্বের বিশাল ডেটা সম্পন্ন সার্ভার ভাড়া পরিশোধের সুনিশ্চিত উৎস বা উপায় বের করতে না পারায় শব্দনীড়কে বন্ধ হতে হয়েছিলো। পরবর্তীতে সকল ডেটা ব্যতিরেকেই জিরো ডেটায় শব্দনীড়কে পুনরায় অবমুক্ত করা হয়। যেখানে প্রথম এবং প্রধান যে নিশ্চয়তাটি ছিলো সেটা হচ্ছে, শব্দনীড় এর ব্যয়ভার মেটাতে কারু কাছ থেকে অর্থ চেয়ে সাহায্য পোস্ট আহবান করা হবে না। এর ব্যত্যয় আজও ঘটেনি, ভবিষ্যতেও সম্ভাবনা নেই।

অবমুক্তির আগে পরে স্বেচ্ছায় এবং ঐচ্ছিকভাবে পূর্ব সার্ভারের বকেয়া পরিশোধে, অনুদানের প্রতিশ্রুতিতে যারা কমবেশী এগিয়ে এসেছিলেন, এমনকি এককভাবে যিনি নির্বাহের ভার বহনেও স্বাক্ষর রেখেছিলেন সকলের প্রতি শব্দনীড় কৃতজ্ঞ।

তাদের সমন্বয়েই শব্দনীড় চলবে যারা নির্মোহে শব্দনীড় এর প্রতি হাত বাড়াবেন।

যেখানে থাকবে না কারু মালিকানা অথবা কর্পোরেট ধারণার বিশেষ কোন ছায়া। নির্বাহের ভার একক অথবা যৌথ বহন করলেও শব্দনীড়ের মালিকানা শব্দনীড় ব্লগারদের। অনুদানকারী কেবল অভিভাবক মাত্র। শর্ত নয়; পরামর্শই হবে পাথেয়।

Divider 7a

পরিশেষ : নিজে লিখুন; সহ-ব্লগারের লিখায় মন্তব্য দিন। ব্লগিং হোক সৌহার্দ্যের।
ভালো থাকুন। আনন্দে থাকুন। সর্বোপরি শব্দনীড় এর পাশে থাকুন। ধন্যবাদ।

rrr

6 thoughts on “জার্নাল এবং প্রাসঙ্গিক কিছু কথা

  1. আমি তো মাত্র এলুম, অনেক কিছুই বুঝতে পারছি আবার পারছিও না। তো লোকে যতই বলুক “অর্থই অনর্থের মুল”। অর্থ না হলে কিছুই করা যায় না। হোষ্টিং সার্ভার তো বিনা পয়সায় কেউ দেয় না।

  2. শব্দনীড় এর উত্তর উত্তর সাফল্য কামনা করছি । সাথেই আছি !

  3. ** সাথে থাকার চেষ্টা করি…

  4. অনুদানের প্রতিশ্রুতিতে যারা কমবেশী এগিয়ে এসেছিলেন এবং এসেছেন … তাঁরা যদি বিষয়টিকে নিয়মিত করেন, আমি মনে করি শব্দনীড়ের চলার পথ বন্ধ হতে পারেনা।

  5. শব্দনীড়ের অগ্রযাত্রা, সাফল্য ও দীর্ঘযাত্রা কামনা করছি।
    আর সকলের নিয়মিত পদচারণায় ব্লগটি মুখরিত হয়ে উঠুক।
    অশেষ শুভকামনা শব্দনীড়ের জন্য।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. ‘তাদের সমন্বয়েই শব্দনীড় চলবে যারা নির্মোহে শব্দনীড় এর প্রতি হাত বাড়াবেন।’

    শুভ ব্লগিং…

মন্তব্য প্রধান বন্ধ আছে।