দোজখনামা

কিচ্ছু ভুলিনি আমি, তুমিও কিছু ভুলো না
সুখের সব স্মৃতিগুলো করছে উন্মাদনা,
থেমে থেমে পথ চলা, ক্লান্তির গভীর ঘুম
পথে খুঁজে পাওয়া অজস্র সুগন্ধি কুসুম।

অতীত সবসময় সুন্দর হয়, প্রাকৃতিক নিয়ম
যতই বুলি আওড়ায় কিছু থাক মনের ইডিয়ম,
অন্য পাখির বাসায় পাখিরা কী বাসা বাঁধে?
কষ্টের তো অনেক ওজন, পারবে নিতে কাঁধে?

কিছু ভুলিনি আমি, ভোলা সম্ভবও নয়
দিন শেষে ভালো থাকার করে যায় অভিনয়,
জীবনের গল্প লিখলে হবে তা দোজখনামা
দিয়েছি মনটা তোমায় করেছি অসিয়তনামা।

জানি কিচ্ছু ভুলবে না তুমি, পথ চেয়ে রইবে
আগুনের উপর হেঁটে যাবে, কষ্টই শুধু সইবে,
এই জীবনে ভালো থাকা আর হয়তো হলো না
তোমার ঘরে অন্য কেউ, আমার ফাঁকা আঙিনা।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

4 thoughts on “দোজখনামা

  1. সুন্দর। আজ সকালে এই লিখাটি সহ দুটি লিখা পড়ার সুযোগ হলো, যেটি কিনা দারুণ ছন্দ বা শব্দ মিলের শব্দ কথায় রচিত হয়েছে। এমন সহজ বোধনের লিখা আমার বরাবরই পছন্দ। অভিনন্দন কবি মহাশয়। ভালো থাকুন নিরাপদে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. জীবনের গল্প লিখলে হবে তা দোজখনামা
    দিয়েছি মনটা তোমায় করেছি অসিয়তনামা।

    একদম ঠিক! শুভকামনা থাকলো কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।