কিচ্ছু ভুলিনি আমি, তুমিও কিছু ভুলো না
সুখের সব স্মৃতিগুলো করছে উন্মাদনা,
থেমে থেমে পথ চলা, ক্লান্তির গভীর ঘুম
পথে খুঁজে পাওয়া অজস্র সুগন্ধি কুসুম।
অতীত সবসময় সুন্দর হয়, প্রাকৃতিক নিয়ম
যতই বুলি আওড়ায় কিছু থাক মনের ইডিয়ম,
অন্য পাখির বাসায় পাখিরা কী বাসা বাঁধে?
কষ্টের তো অনেক ওজন, পারবে নিতে কাঁধে?
কিছু ভুলিনি আমি, ভোলা সম্ভবও নয়
দিন শেষে ভালো থাকার করে যায় অভিনয়,
জীবনের গল্প লিখলে হবে তা দোজখনামা
দিয়েছি মনটা তোমায় করেছি অসিয়তনামা।
জানি কিচ্ছু ভুলবে না তুমি, পথ চেয়ে রইবে
আগুনের উপর হেঁটে যাবে, কষ্টই শুধু সইবে,
এই জীবনে ভালো থাকা আর হয়তো হলো না
তোমার ঘরে অন্য কেউ, আমার ফাঁকা আঙিনা।
সুন্দর। আজ সকালে এই লিখাটি সহ দুটি লিখা পড়ার সুযোগ হলো, যেটি কিনা দারুণ ছন্দ বা শব্দ মিলের শব্দ কথায় রচিত হয়েছে। এমন সহজ বোধনের লিখা আমার বরাবরই পছন্দ। অভিনন্দন কবি মহাশয়। ভালো থাকুন নিরাপদে থাকুন।
অনেক অসাধারণ লাগলো
একদম ঠিক! শুভকামনা থাকলো কবি।
অনেক সুন্দর হয়েছে লেখা টা