ধরো—আজ বৃষ্টি হবে না
সবপাখি ঘরে আসবে ফিরি
কেউই পথ ভুলে নদীতীরে যাবে না আর—
দুপুরের সাথে প্রকাশিত সূর্যরাষ্ট্র করবে না লুকোচুরি।
কেউ দেখবে না কারও মুখ বলে,
প্রতিজ্ঞা করেছিল যারা,
ফিরে আসবে তারাও এই জলভেলা মাখা তুমুল বর্ষায়
লেনাদেনা সেরে মাঝিও নৌকোর গলুইয়ে বসে
গাইবে মহাজনী গান—
শান্ত ঢেউ যেমন মাঝে মাঝে চোখের দেখা পায়।
তুমি কি সেদিনও ছবি আঁকবে বসে এই নির্জন সূর্যের
রঙের সমাহারে—
উড়িয়ে দেবে আলো, বাঁশির ভুবনে
যেখানে কিছুই প্রকাশিত নয়—
তোমার হস্তছাপ মাখা মগ্ন অরণ্যের।
দারুণ কবিতা! তৃপ্তি পাই কবি- আরো তৃষ্ণা বাড়তে থাকে… শুভ হোক আপনার দিন।
ভাষার মাধুর্যতা বড় চমৎকার রুপে প্রষ্ফুটিত হয়েছে আঙ্কেল। সালাম র’লো।
আপনার কবিতা ভালো লাগে। ব্লগে কিংবা ফেসবুকে আপনার লেখা পেলেই সেটা মিস হয় না আমার।
কবিতার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।