হাত ধরেছে ঝাউয়ের দুটি পাতা
আড়াল থেকে চোখ ভেজায় শূন্যতা
কিছু ফুলের তাতেও কড়া নজর
বইতে ছাপে আজ কি তাজা খবর
ওদের কোনো ঝাউয়ের পাতা নেই
হাজার হাজার শব ধরেছে খেই
ওদের গাছের নেইক কোনো বাগান
যেন ব্যবিলনের ঝুলন্ত উদ্যান।
হাত ধরেছে ঝাউয়ের দুটি পাতা
আড়াল থেকে চোখ ভেজায় শূন্যতা
কিছু ফুলের তাতেও কড়া নজর
বইতে ছাপে আজ কি তাজা খবর
ওদের কোনো ঝাউয়ের পাতা নেই
হাজার হাজার শব ধরেছে খেই
ওদের গাছের নেইক কোনো বাগান
যেন ব্যবিলনের ঝুলন্ত উদ্যান।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এককথায় দারুণ পর্যবেক্ষণ। শুভ সকাল শুভ সন্ধ্যা প্রিয় কবিবন্ধু।
ধন্যবাদ গো বন্ধু হেহে !
“ওদের গাছের নেইক কোনো বাগান
যেন ব্যবিলনের ঝুলন্ত উদ্যান।”
শুভেচ্ছা নিন কবি আপা, শুভ সকাল।
শুভেচ্ছা ভাই, ভালবাসা নিও |
ওদের গাছের নেইক কোনো বাগান
যেন ব্যবিলনের ঝুলন্ত উদ্যান ‘
সত্যি কী অপূর্ব আপনার প্রকাশ। ভালো থাকুন এটাই চাই।
আপনার সুন্দর কথা অভিভূত হলাম | অনেক ধন্যবাদ |
<3 বেশ ভাল লাগা রইল – শুভ সন্ধ্যা
ধন্যবাদ ও ভালবাসা কবি |