একটি আধুনিক গান

একটি আধুনিক গান

আকাশ দেখো নীল হয়েছে, বেদনা তার ছড়িয়ে দিয়ে
আমি শুধুই লিখছি আকাশ, তোমার ভালোবাসা নিয়ে।।

* দেয়াল লেখার দিনগুলোতে, দুপুর আমার প্রিয় ছিল
সেই দুপুরকে ভালোবেসে,সূর্য যেদিন পিছু নিল
এঁকেছি শুধু তোমার ছবি
শব্দশিখা আঁকতে গিয়ে।।

* কত ছায়া মায়া রেখে, হারিয়ে যায় কোন সুদূরে
কত মেঘ যায় যে উড়ে, আর কি তারা ঘরে ফিরে
খুঁজছি জীবন-হস্তরেখায়
নদীর জলে ফুল ভাসিয়ে।।

1 thought on “একটি আধুনিক গান

  1. যেদিন এই গীতিকাব্যে সুরারোপ করা হবে … শোনার ইচ্ছে রইলো প্রিয় ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।